ময়মনসিংহের ভালুকা উপজেলার কৈয়াদি বাজারে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
রোববার (৬ অক্টোবর) রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, রাতে উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদি বাজারে আগুন লাগে। এতে চারটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ভালুকা ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণ করা হচ্ছে।