নেছারাবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রী কলেজের পক্ষে গভর্ণিং বডির এডহক কমিটির নতুন সভাপতিকে সংবর্ধনা ও কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার বৈদ্যর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময়ে এডহক কমিটির নতুন সভাপতি নেছারাবাদ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো: নাসির উদ্দীন তালুকদার সহ কমিটির অন্যান্য সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কলেজ শিক্ষক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ।
কাজী তৌহিদুল ইসলাম এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক কাজি আনিসুজ্জামান, বিদ্যোৎসাহী সদস্য লোকমান হোসেন সহ কলেজর শিক্ষক, কর্মচারী, ছাত্রীবৃন্দ প্রমুখ।
এর আগে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে গভর্ণিং বডির এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। এসময় নতুন সভাপতি কলেজের সার্বিক উন্নয়নে কলেজ গভর্ণিং বডির সদস্য ও কলেজের শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রী কলেজের সার্বিক উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।