সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন শাহ মো. আবু রায়হান আলবেরুনী রৌমারীতে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানাকে আটক করেছে পুলিশ কামারখন্দে জাহানারা মনছের একাডেমি স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মাদক থেকে বাঁচাতে শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়ার প্রতি গুরুত্ব দিতে হবে-বরকত উল্ল্যা বুলু সাতক্ষীরায় গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত বেলকুচিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপ টেস্ট, ডায়াবেটিস পরিক্ষা ও ব্লাড ডোনেশন কার্যক্রম অনুষ্ঠিত দীর্ঘদিন পর হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের যাতায়াত রাস্তা সংকটের সমাধান হতে যাচ্ছে ডুমুরিয়ায় টিসিবির স্মার্ট কার্ড পায়নি বিশ হাজার সুবিধাভোগী পরিবার আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে চাই- মাওলানা এটিএম মাসুম বেস্টওয়ে ইংলিশ অ্যান্ড বিজনেস ইনকিউবেশন’র পিঠা উৎসব

নকলায় ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’র কমিটি গঠন

নকলা (শেরপুর) প্রতিনিধি / ৫৪১ বার
আপডেট সময় :: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

শেরপুরের নকলায় ‘মানবিক কাজে ভেদাভেদ নাই, উম্মাহর স্বার্থে আছি আমরা সবাই’ এই শ্লোগানকে ধারন করে ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে আব্দুল্লাহ আল আমিন-কে সভাপতি ও আরফিকার হোসেন-কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি রনি ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আল-মাহাদী, সাংগঠনিক সম্পাদক সৌরভ আহমেদ সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিফাত, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, প্রচার সম্পাদক হাসান মিয়া, দপ্তর সম্পাদক বজলুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, কল্যাণ ও তহবিল বিষয়ক সম্পাদক ওমর ফারুক, আই.টি সম্পাদক তাহমিদ জিম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রিদওয়ান আহমাদ, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, স্বাস্থ্য ও সেবা সম্পাদক বাবুল হাসান, কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক রাসেল মিয়া, দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাহিন আকন্দ এবং ১০ জন কার্যকরী সদস্য- আর.এন. রাফিক, হাফেজ মাওলানা মাহাদী হাসান, হাফেজ সুলতান মাহমুদ, রব্বানী, আব্দুল্লাহ, মো. সানি, তানভীর আহমেদ, রাজিব মন্ডল, আবু রায়হান মুরাদ ও জামান ইকতিদার।

নতুন কমিটি গঠন উপলক্ষে সোমবার বিকেলে নির্মানাধীন নকলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ সাইম ইসলাম-এঁর সভাপতিত্বে এবং তরুণ সাংবাদিক হাসান মিয়ার সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে নকলা প্রেসক্লাবের সভাপতি বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, কলাপাড়া নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বিজয় টিভির প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শফিউল আলম লাভলু।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নকলা প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, স্বেচ্ছাসেবক গোলাম রব্বানী, নবগঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিফাত প্রমুখ। পরে নবগঠিত কমিটির সকলের নাম ও পদবী ঘোষণা করেন সভার প্রধান অতিথি মো. মোশারফ হোসাইন।

সবশেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে দেশ জাতির মঙ্গল কামনায় এবং সংগঠনটির সার্বিক উন্নতি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন নকলা মারকাজ মসজিদের ইমাম ও খতিব মুফতী শামছুল হুদা জিহাদী।

এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক তরুণ স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!