পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) বিকেলে নেছারাবাদ উপজেলা বিএনপির কার্যালয় সংলগ্ন জাহানারা হাসপাতালের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেছারাবাদ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জাহানারা হাসপাতালের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে ফ্রি ব্লাড টেস্ট ও বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
এ সময়ে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পিরোজপুর জেলা যুবদলের অন্যতম সদস্য মোঃ মহিউদ্দিন আহমেদ হীরন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা এই সংগঠন, নেতৃত্বের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কাজ করেছে। আর এখন বাংলাদেশের তরুণ সমাজের আস্থা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র রক্ষা, গণমানুষের উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছি।
এ সময় তিনি আরো বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সবসময় ছিলাম জাতীয়তাবাদের পক্ষে একটি বিশ্বস্ত হাতিয়ার ও গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক। এই দীর্ঘ যাত্রায়, যুবদল প্রতিটি বিপর্যয়ে জনগণের পাশে দাঁড়িয়ে, তাদের অধিকার আদায়ে, জাতির মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। আজকের এই দিবসে, আমাদের সংগঠনের ইতিহাস ও গৌরবময় অর্জনকে স্মরণ করে, আমরা একত্রিত হয়েছি এক নতুন উদ্দীপনা নিয়ে। যুবদল আছে মানুষের হৃদয়ে, মানুষের সংগ্রামে, এবং একদিন আমাদের সংগ্রাম সফলতার শীর্ষে পৌঁছাবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: এমাম আকন, মো:শাহীন মিয়া, সাবেক প্রচার সম্পাদক মোঃ জাহিদ মাস্টার, নেছারাবাদ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো:মিজানুর রহমান তিনু, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মোহাসিন মিয়া, পিরোজপুর জেলা যুবদলের সাবেক সদস্য মো:হাসান জিয়া রাজু, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো:শহিদুল ইসলাম সাগর, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সজিব হোসেন, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিয়াউল হক সজিব, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ অলি হাওলাদার, নেছারাবাদ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, মোঃ প্রান্ত তালুকদার, সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কাজী রাজিব রাফি, সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: সালেহ আহমেদ সহ যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বিকেলব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ সময় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা। পরিশেষে প্রধান কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।