নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ইজিবাইক সমিতিকে ১-০ গোলে পরাজিত করে নিরাপদ সড়ক চাই বিজয়ী হয়েছে।
খুলনার ডুমুরিয়া উপজেলা নিরাপদ সড়ক চাই এর আয়োজনে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় ডুমুরিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় ১-০ গোলের ব্যবধানে নিরাপদ সড়ক বিজয়ী হন। নিসচা উপজেলা শাখার সভাপতি খান মুহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল এর সার্বিক পরিচালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা যুবনেতা মোল্লা মশিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও নিসচা উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল কাইয়ুম জমাদ্দার, নিসচা উপজেলা শাখার সহ-সভাপতি শাহাজান জমাদ্দার উপজেলা বিএনপি নেতা ফরহাদ শেখ, মোল্লা মনিরুল ইসলাম।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন ইজিবাইক চালক সমিতি ও নিরাপদ সড়ক চাই’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও অসংখ্য ফুটবল প্রেমীরা খেলাটি উপভোগ করেন।