শেরপুরে জাল টাকা মামলার রিমান্ড শুনানীর ধার্য্য দিনে আদালতের হাজতে থাকা মোঃ রাজু আহামেদ (২৫) নামে এক আসামি ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে অভিনব কায়দায় পালিয়ে যাবার পর পুলিশ তাকে ২৫ সেপ্টেম্বর বুধবার ভোররাতে পুনরায় গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় সংঘবদ্ধ জাল টাকা কারবারি দলের তিন সদস্য নালিতাবাড়ী উপজেলার পশ্চিম গুগড়াকান্দি গ্রামের জনৈক শহিজ উদ্দিন আহালুর ছেলে মোঃ শাহিন (২৭), নকলা উপজেলার বানেশ্বরদী গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ রাজু আহামেদ (২৫) ও একই উপজেলার ভূরদী গ্রামের মৃত আলহাজ্ব বেলায়েত হোসেনের ছেলে আনোয়ার হোসেন বাবু (৬৫) কে গত ১৮ সেপ্টেম্বর ঝিনাইগাতী থানার পুলিশ ৮ হাজার জাল টাকাসহ ওই তিন জাল টাকা কারবারিকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে। মঙ্গলবার রিমান্ড শুনানীর দিন ধার্য্য থাকায় জামালপুর জেলা কারাগারে থাকা ওই তিন আসামিকে শেরপুর আনা হলে আদালতের হাজত খানায় তাদের রাখা হয়।
এদিকে বিকেল ৪টার দিকে হাজতে থাকা আসামি মোঃ আনোয়ার হোসেন বাবু হাজত ইনচার্জকে জানায় তার বুকে ব্যথা অনুভব করছেন। এসময় হাজত ইনচার্জ ওই হাজতের দরজা খোলা মাত্র সংঘবদ্ধ জাল টাকা কারবারি দলের দুই সদস্য ও আসামী মোঃ রাজু আহামেদ ও মোঃ শাহিন কৌশলে হাজত থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় আদালত প্রাঙ্গণে শাহিনকে পুলিশ আটক করলেও মোঃ রাজু আহামেদ পালিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে মো: জিয়াউর রহমান বদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা রুজু করেন মামলা নং ৩৭/২৪ পরদিন ২৫ সেপ্টেম্বর বুধবার শহরের নবীনগর বাসস্ট্যান্ড থেকে সকাল ৮:৩০ মি: এর সময় উক্ত মামলার অফিসার্স ইনচাজ মো: আঃ সালাম মিয়া পলাতক আসামি মোঃ রাজু আহামেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোট পুলিশ পরিদর্শক মোঃ জিয়াউর রহমান।