মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
শ্যামনগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত নকলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ ছাত্রদল নেতাকে যৌথবাহিনী গ্রেপ্তারের পর হাসপাতালে মৃ’ত্যু ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের আলোচিত দুই নেত্রী গ্রেফতার ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি ১১তম ঢাকা আন্তর্জাতিক সিনেমায় নারী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় কবিতা পরিষদ জামালপুর শাখার সভাপতি মুজাহিদ বিল্লাহ ও সাধারণ সম্পাদক তারিক মেহের ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান ভেন্যু পরিদর্শনে সংস্কৃতি উপদেষ্টা নকলায় ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’র কমিটি গঠন শেরপুরে হার পাওয়ার প্রকল্পের স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটার প্রথম পাঁচ তারকা হোটেল ‘কৃষিবিদ সী প্যালেস’ এর জমকালো ওপেনিং

শওকত আলী হাজারী / ৪০ বার
আপডেট সময় :: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন

কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড এর উদ্যোগে এবং কাতারের রিতাজ হোটেল এন্ড হসপিটালিটি ফাইভ-স্টার চেইনের পরিচালনায় কুয়াকাটার প্রথম পাঁচ তারকা হোটেল ‘কৃষিবিদ সী প্যালেস’এর উদ্বোধনী অনুষ্ঠান ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. শনিবার ঢাকায় হোটেল সেরাটনে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি বাংলাদেশের পর্যটন খাতের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে, যা দেশের পর্যটনকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কাতারের মাননীয় রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি। তিনি তার বক্তব্যে বাংলাদেশ ও কাতারের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “কুয়াকাটায় এই ধরনের আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল বাংলাদেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক মঞ্চে উপস্থাপন করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। তিনি তার বক্তব্যে দেশের পর্যটন সম্ভাবনার ওপর আলোকপাত করেন এবং বলেন, “এই ধরনের উন্নত মানের স্থাপনা আমাদের পর্যটন খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলী আফজাল উদ্বোধনী ভাষণে বলেন, “আমরা গর্বিত যে, কৃষিবিদ সী প্যালেস কুয়াকাটার পর্যটন এবং আতিথেয়তা খাতে নতুন এক দিগন্ত উন্মোচন করবে। আমরা আশা করছি, এটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠবে।”

অনুষ্ঠানে কৃষিবিদ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা হোটেলের শেয়ার মূল্য, কাজ শেষ করার সময়সীমা এবং বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানার সুযোগ পান এবং ভবিষ্যতে কুয়াকাটায় পর্যটকদের জন্য আরও উন্নত সেবা প্রাপ্তির আকাংখা ব্যক্ত করেন। অনুষ্ঠানে জানানো হয় যে, সেপ্টেম্বর মাস জুড়ে ২৫% ডিসকাউন্ট এবং মাসিক মাত্র ৫২৫০ টাকা কিস্তিতে হোটেলটির শেয়ার ক্রয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

নির্মাণ কাজ শেষে ‘কৃষিবিদ সী প্যালেস’ কুয়াকাটায় পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের সেবা ও অভিজ্ঞতা প্রদান করবে এবং এই হোটেলটি শুধু কুয়াকাটা নয়, পুরো দেশের পর্যটন শিল্পকে উন্নত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!