বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু চক্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই নিজস্ব রাস্তা; কোমলমতী শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকায় ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জামালপুরে কিশোরী গণধর্ষণ মামলায় হাইকোর্টের জামিন না মঞ্জুর: ৪ বন্ধুকে কারাগারে পাঠানোর আদেশ জামালপুরে যুব অনূর্ধ্ব-১৮ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন এবারের একুশে বই মেলায় এসেছে কবি রফিকুল ইসলাম আধারের ২ কাব্যগ্রন্থ শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও কৃষি শ্রমিকের মৃত্যু নিজেদের গ্রামকে মাদক থেকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘মেঘের পালক’ ও ’ভালোবাসার উজান গাঙে’ বই এর মোড়ক উন্মোচন

শেরপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

রিপোর্টারের নাম / ৮৬ বার
আপডেট সময় :: বুধবার, ১ মে, ২০২৪, ২:৪৬ অপরাহ্ন

ছামিউল আলম সোহান (শেরপুর)

শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিবাদ্যকে সামনে রেখে শেরপুরে যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। ১ মে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা তাদের কার্যালয় থেকে স্ব স্ব ব্যানার নিয়ে বর্ণাঢ্য র‌্যালিতে জেলা প্রশাসক কার্যালয় চত্বর সম্মুখে এসে সমবেত হয়।

এসময় র‌্যালিতে অংশগ্রহণ করেন শেরপুর-১ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু, শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, শেরপুর স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, জাতীয় শ্রমিক লীগের শেরপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলরি কর্ভাডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ আরিফ রেজা, শ্রমিক নেতা একেএম খোরশেদ আলম খোকন, শেরপুর জেলা কাঠ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জুলহাস উদ্দিন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা। পরে বর্ণাঢ্য র‌্যালিটি ডিসি উদ্যান বিজয় মঞ্চে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে বিজয় মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হচ্ছে শ্রমবান্ধব সরকার। তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও সুস্থতা, শ্রমিক-মালিক সুসম্পর্ক, উন্নত কর্মপরিবেশসহ শ্রমিকের সার্বিক অধিকার নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ে সারাজীবন সংগ্রাম করে গেছেন। তাদের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য অধিকার রক্ষায় সবাই স্ব স্ব ক্ষেত্রে ঐকান্তিকভাবে দায়িত্ব পালন করবেন এ প্রত্যাশা করি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, জাতীয় শ্রমিক লীগের শেরপুর জেলা শাখার সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু।

আলোচনা সভায় শেরপুর জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!