সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::

ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সম্মেলন বাস্তবায়ন কমিটি ২০২৪’র প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক / ১১৩২ বার
আপডেট সময় :: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন

ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সম্মেলন বাস্তবায়ন কমিটি ২০২৪’র প্রস্তুতি সভা রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা’র মহাসচিব নাসির-উদ-দৌলা (অতিরিক্ত সচিব)। সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. মামুনূর রশীদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মাহফিজুর রহমান বাবুল।

এসময় সমিতির মহাসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা বলেন, বৃহত্তর ময়মনসিংহ সমিতি আজকের যে অবস্থান— নিঃসন্দেহে অতীতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল। আমাদের দায়িত্ব এই অবস্থান ধরে রেখে আরো সামনের দিকে এগিয়ে যাওয়া। সংগঠনের বর্তমান অবস্থানকে কীভাবে আরো উন্নত করা যায়, কীভাবে সার্বিক উন্নতি নিশ্চিত করা যায়; সেটা আমাদের সকলের দায়িত্ব। আজকের সভায় যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

আরও উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও সমিতির সহ-সভাপতি দিলদার আহমেদ, সমিতির সাবেক জৈষ্ঠ সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো: ইউসুফ, টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি সাবেক সচিব ইব্রাহিম হোসেন খান, নেত্রকোনা জেলা সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন তালুকদার, সমিতির যুগ্ম মহাসচিব-১ মামুনুর রশীদ, যুগ্ম মহাসচিব প্রফেসর আকবর আলী সিরাজী, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান ভূঁইয়া সবুজ, যুগ্ম মহাসচিব মো. জুবায়ের ইবনে সালেহ, সহ-সভাপতি মাহমুদ আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান হিটলার, অর্থ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, বিনোদন সচিব বদিউজ্জামান রিপন তালুকদার, উপদেষ্টা কমিটির সদস্য এস এম আব্দুল জলিল, আজীবন সদস্য ইকরামুল বিল্লাল সওদাগর, ঢাকা ওয়াসার রাজস্ব পরিদর্শক ও সমিতির আজীবন সদস্য সিদ্দিকুর রহমান, আজীবন সদস্য ইমামুর রশীদ বিল্লাল, ময়মনসিংহ জেলা সমিতির এসডি হুমায়ুন, অ্যান্টি টেরোরিজমের ডিআইজি আক্কাস আলী, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), কিশোরগঞ্জ জেলা সমিতির মহাসচিব তোফায়েল কবির খান, হিমালয় গ্রুপের এমডি মিজানুর রহমান, ক্যাকটাস বিডি-র ম্যানেজিং পার্টনার এন্ড সিইও শওকত আলী হাজারী, প্রকৌশলী এশারফ হোসেন, অ্যাডভোকেট খলিলুর রহমান, খালিদ রহমান খুশবুসহ ঢাকায় অবস্থানরত বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত গত ২৮ সেপ্টেম্বর নির্বাহী পরিষদের সভায় ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং মহাসচিব মনোনীত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা। নতুন কমিটি দায়িত্‌ব গ্রহণের পর সংগঠনের সম্মেলনের ঘোষণা দিয়েছে। সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির গঠন ও ঘোষণা করা হবে। প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হলে সম্মেলনের তারিখ চূড়ান্ত করবে সম্মেলন বাস্তবায়ন কমিটি-২০২৪।

উল্লেখ্য ময়মনসিংহ সমিতির চলতি সেশনের সভাপতি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাবেক এসডিজি সমন্বয়ক আবুল কালাম আজাদ ও মহাসচিব ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখ্য কর্মকর্তা (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশিদ। গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আলোচিত-সমালোচিত এই পুলিশ কর্মকর্তা কর্মস্থল ছেড়ে পালিয়ে যান। ফলে সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এরপরই সমিতিরি নতুন কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!