- Sherpur24 - https://sherpur24.com -

ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

এস এইচ শাকিল

৩১ মার্চ রবিবার বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বৃহত্তম ময়মনসিংহ সমিতি ঢাকা’র সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এমপি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিপিএম—বার, পিপিএম—বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) ডিএমপি ও বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব মোহাম্মদ হারুন অর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল হক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আমাদের এখন লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত —স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা।
হারুন অর রশীদ বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন ১৫ ই আগস্টের সেই ন্যাক্কারজনক ঘটনার মধ্য দিয়ে সেই গতি স্তম্ভিত হয়ে যায় এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা বিনির্মাণে মনোনিবেশ করেন। যার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
আবুল কালাম আজাদ, বলেন বঙ্গবন্ধু যেমন বলেছিলেন “আমি প্রধানমন্ত্রীত্ব চাই না বাংলার মানুষের অধিকার চাই”। তার অনুকরণে আমিও বলতে চাই আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক সিনিয়র সচিব মোঃ আব্দুস সামাদ ফারুক, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোঃ হুমায়ুন খালিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ ইব্রাহিম হোসেন খান,সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মঞ্জুরুল হক মঞ্জু, ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাক, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও সাপ্তাহিক শীর্ষ খবর পত্রিকার সম্পাদক ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), সুপ্রিম কোর্টের আইনজীবী মমেনুল ইসলামসহ বৃহত্তর ময়মনসিংহের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ঢাকায় বসবাসরত সর্বস্তরের ময়মনসিংহবাসী।