ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের মাওলানা শফিকুল ইসলাম (৭০) নামের একজন হাজী হজ্ব করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন। মরহুম মাওলানা শফিকুল ইসলাম নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের মৃত মাওলানা জায়েদ আলীর ছেলে।
জানা গেছে মাওলানা শফিকুল ইসলাম স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান সহ ওমরাহ্ পালন করতে সৌদি আরব যান। সেখানে পবিত্র ওমরাহ্ পালনরত অবস্থায় মক্কা নগরীতে ১ লা সেপ্টেম্বর রবিবার তিনি স্ট্রোক করে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মেয়ে জামাই মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, আমরা সেখানেই দাফন করার সিদ্ধান্ত নিয়েছি।পবিত্র কাবা ঘরে আছরের নামাজের পর ২ সেপ্টেম্বর,সোমবার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।