শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৬নং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের যাতায়াত রাস্তাটি দীর্ঘদিন বন্ধ থাকায় জন দূর্ভোগ সৃষ্টি হয়। এই সংকট সমাধানের জন্য সাবেক যুগ্ম সচিব ও ইউএনও’র পদক্ষেপে আলোর মুখ দেখার পথে ইউনিয়নের বাসিন্দারা।
এ ব্যাপারে ৮ ফেব্রুয়ারি (শনিবার) ঐ ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ও সাবেক যুগ্ম সচিব শাহ মো. আবু রায়হান আলবেরুনী , উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, ওসি আল আমিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহাজাহান আকন্দ, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা জনদূর্ভোগ থেকে মুক্তি পেতে রাস্তাটি বের করার জন্য সমস্যা সমাধানের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন।
পরিষদটি নির্মাণ করার পর থেকে পরিষদে যাতায়াতের রাস্তাটির কাগজপত্র জটিলতার কারণে পরিষদের জমিদাতা পরিবারের একাংশ রাস্তাটি বন্ধ করে রাখে। দীর্ঘদিন থেকে পরিষদের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ জনসাধারণের যাতায়াতের ব্যাপক কষ্ট পোহাতে হয়। এ নিয়ে বিগত সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ প্রকাশ হলেও কোন সমাধানের পথ দেখেনি এলাকাবাসী।
অবশেষে এ থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ও সাবেক যুগ্ম সচিব শাহ মো. আবু রায়হান আলবেরুনী ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাস্তা বের করার এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করলে সবার সহযোগিতায় তা আলোর মুখ দেখা শুরু করেছে। রাস্তাটি বের করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দারা এবং তারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।