মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক জয়নব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের।
ঘটনার বিবরণে ও অভিযোগ সূত্রে জানা গেছে, ফান্দাউক জয়নব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামানের চাচাতো ভাই মোঃ হাসু মিয়ার ছেলে রুবেল আহমেদ চাকুরী না ছেড়ে বা কর্তৃপক্ষকে কোন কিছু না জানিয়ে আজ থেকে প্রায় ছয় মাস আগে মালদ্বীপে চলে গেলেও চাকুরীতে রয়েছে বহাল তবিয়তে।
জানা গেছে, ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামানের ছোট বোন মিনা বেগম এ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্বে রয়েছেন।
এবিষয়ে ফান্দাউক গ্রামের সফিক মিয়ার ছেলে নাসির মিয়া লিখিত অভিযোগ দাখিল করেছেন।
নাসিরনগর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়ার সাথে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ছয় মাস যাবৎ তার বেতন ভাতা বন্ধ করে রেখেছি। আগে বিষয়টি মৌখিক ভাবে শুনেছি। একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।