শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
অস্ট্রেলিয়া এখন ঢাকা থেকে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করবে নকলা শহরে একের পর এক দুর্ধর্ষ চুরি; চুর আতঙ্কে কর্মজীবীরা মোটরে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ওয়ারেন্ট ভুক্ত আসামী; অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ফেসবুকে মোটরসাইকেল বিক্রি বিজ্ঞাপন দিয়ে প্রতারণায় গ্রেপ্তার ৬ মেয়ের উপর রাগ করে মা মোবাইল ভেঙ্গে ফেলায় কিশোরীর আত্মহত্যা শ্যামনগরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে পুনর্বাসন ছাড়াই বাড়ি ছাড়ার নোটিশ; উচ্ছেদ আতঙ্কে ২ ভূমিহীন পরিবার জামালপুরে অপহরণের ৪ মাস পরে কলেজ শিক্ষার্থীকে উদ্ধার নির্বাচনের দাবিতে ‘শেরপুর চেম্বার অব কমার্স’ এ তালা

শেরপুরে আকস্মিক বন্যায় আমন ধান, মৎস্য খামার ও বসত বাড়ীর ব্যাপক ক্ষতি: ফসল নিয়ে শংকায় কৃষকরা

মো: ছামিউল আলম সোহান / ৪১ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৩:০৭ অপরাহ্ন

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে আকস্মিক বন্যায় শেরপুরের পাঁচটি উপজেলার আমন ধান খেত, শাক-সবজি ও মৎস্য খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি বন্দি রয়েছে নিম্নাঞ্চলের অনেক পরিবার। ছোট-বড় অসংখ্য পুকুর ডুবে গেছে। পানি উঠে ক্ষতিগ্রস্থ হয়েছে প্লোট্টি খামারিরা। ঘর-বাড়িতে পানি উঠায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কিছু এলাকায় পানি নেমে অন্য গ্রাম গুলো নতুন করে প্লাবিত হচ্ছে। রানীশিমুল, সিংগবরুণা, কাকিলাকুড়া, গোশাইপুর, গড়জরিপা সহ বিভিন্ন ইউনিয়নের অনেক আমন ধান খেত এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে। এতে করে ফসল ঘরে তুলা নিয়ে শংকায় পড়েছে কৃষকরা। দ্রুত পানি না নেমে গেলে ফসলের ভয়াবহ ক্ষতি হবে বলে ধারণা স্থানীয়দের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে শ্রীবরদীর নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়ে পড়ে। এতে কৃষকের আমন ধান খেত, সবজি বাগান সহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়ে যায়।

৯অক্টোবর বুধবার সকালে উপজেলা কৃষি অফিসার সাবারিনা আফরিন জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০ হাজার ২৮৯ হেক্টর জমির আমন ধান ও ২৫৬ হেক্টর জমির শাকসবজি সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত রয়েছে। এছাড়াও ২০ হাজার ১৯৫ হেক্টর জমির আমন ধান ও ১০হাজার হেক্টর জমির সবজি খেত আংশিক নিমজ্জিত। দ্রুত পানি নেমে না গেলে ক্ষয়ক্ষতি আরো বাড়তে পারে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় নিয়ে আসা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান জানান, উপজেলার প্রায় ছোট-বড় ২২০ জন খামারির ৩৪০ মেট্টিক টন মাছ পানিতে ভেসে গেছে। এতে শেরপুরের মৎস্য সেক্টরে প্রায় ২০০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, আমরা সবসময় বন্য পরিস্থিতির খোঁজখবর রাখছি। ইতিমধ্যেই ২ হাজার জনের মাঝে শুকনো খাদ্য বিতরণ করা হয়েছে। ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসন সর্বদা ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!