সাতক্ষীরায় ‘কিশোর গ্যাং এর গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের সামাদের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কিশোর গ্যাং দমনসহ গ্রেফতাররে দাবিতে সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নের প্রবাসী পরিবার ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ফিংড়ি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রবাসী পরিবারের সদস্য মোখলেছুর রহমান, মোনতাজ আলী, মজিদ সরদার,ফাতেমা তুজ জোহরা।
বক্তব্যে প্রবাসী রাজ্জাক সরদারের স্ত্রী ফাতেমা তুজ জোহরা বলেন ফিংড়ি ইউনিয়নের বালিথা এলাকার ২ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গড়েউঠা কিশোর গ্যাং রাসেল বাহিনি এলাকার প্রতিটা প্রবাসীদের বাড়িতে চাঁদা আদায় দাবি করে । চাঁদা না দেয়াতে র্নিযাতনের শিকার হয়ে সদর থানায় অভিযোগ দিলেও এই কিশোর গ্যাং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
বক্তারা আরও বলেন চুরি, ডাকাতি, খুন, ধর্ষণের সঙ্গে যুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ ‘কিশোর গ্যাং’ সমাজের দুরারোগ্য ব্যাধি। পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে এখনই এটি দমন করতে হবে। তাদের কারনে এলকার মানুষ শান্তিতে ঘুমাতে পারেনা।
এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেন, কিশোর গ্যাং দমনে পুলিশ তৎপর। কিশোর গ্যাংয়ের ডাটাবেইজ তৈরির কাজ করছে জেলা পুলিশ দ্রুত গ্রেফতার করবে তাদের।