বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
পাঠ্যপুস্তকে দেশের সামাজিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন থাকবে: এনসিটিবি চেয়ারম্যান ভালুকায় পাবলিক লাইব্রেরি পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান বিদেশে থেকেও চাকুরীতে বহাল তবিয়তে সাবেক এমপি একরাম চৌধুরীকে কারাগারে প্রেরণ ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত খর্ণিয়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মডেল আবাসন নির্মাণে অঙ্গীকারবদ্ধ পুষ্পধারা নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টার সাথে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ বৈষম্য দূরীকরণের দাবিতে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন সালাউদ্দীন ও গালিবের নেতৃত্বে ইবির ফটোগ্রাফিক সোসাইটি

শেরপুর সদর হাসপাতালে চাকুরী পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

মো: ছামিউল আলম সোহান / ১৭০ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৬ অপরাহ্ন

শেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের ড্রীমস সার্ভিসেস লিমিটেডের আউটসোর্সিং প্রক্রিয়ায় চাকুরী পুনর্বহাল ও কর্মচারীর বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আউটসোর্সিং এ কর্মরত কর্মচারীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি দেন ভুক্তভোগী কর্মচারীরা।

এসময় নবাগত জেলা প্রশাসক তরফদার মাহবুবুর রহমান স্মারকলিপি গ্রহণ করে বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাহবুব আলম জাহাঙ্গীর, লক্ষী রাণী হরিজন, রেখা হরিজন ও অনুদ্বীপ হরিজন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীরা জানান, ড্রীমস সার্ভিসেস লিমিটেডের ট্রেন্ডারের মাধ্যমে জেলা সদর হাসপাতালে চাকুরী করছি আমরা প্রায় দেড়বছর ধরে। এই দেড়বছরের মধ্যে আমাদের অর্ধেক বেতন দিয়েছে আর অর্ধেক বেতন দেয়নি। বিভিন্ন ভাবে মিষ্টি খাওয়ানো জন্য টাকা দিতে হয়। এই হাসপাতালে এক ধরনের বানিজ্য হয় এবং আমরা কর্মচারীরা প্রাপ্য মর্যাদা টুকু পায় না। বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়। বেতনের কথা হাসপাতালের কর্তৃপক্ষকে জানায় তারা কন্ট্রাক্টরের কথা বলে কাটিয়ে দেয়। কন্ট্রাক্টর কাছে গেলে ফোন ধরে না এইভাবেই নয়-ছয় করা হয়। আজকে আমাদের এতগুলো পরিবার আছে তারা এই চাকরীর উপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে আমাদের বেতন আটকে রাখছে, আবার নতুন করে নবায়ন করে বেতন দেয়া হবে বলে। কিন্তু ৬ মাস হয়ে গেলেও এখনো বেতন দেয়া হয় নাই। হাসপাতালে নতুন নিয়োগ করে আমাদের বাদ দিয়ে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। আমরা আমাদের বকেয়া বেতন পরিশোধ করে চাকুরী পুনর্বহাল চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!