শেরপুরের বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে আজ মঙ্গলবারে শেরপুর জেলা প্রশাসক অফিস গেটের সামনে মানববন্ধন করেছে।
এ সময় দাবি উল্লেখ করে তারা বলেন, দেশ ও শিক্ষার্থীর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাই না। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে।
তারা আরো বলেন, এইচএসসি-২৪ এর স্থগিত পরীক্ষাগুলো কি করে এবং বিকল্প পদ্ধতিতে করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। কোন বোর্ড পরীক্ষা ৫ থেকে ৬ মাস ধরে চলতে পারেনা।
আরো বিভিন্ন ধরনের স্লোগানে তারা মুখরিত করে তুলে জেলা প্রশাসকের গেইট চত্বর। এ সময় রাস্তায় গাড়ি চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটে।