শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
টেকসই উন্নয়ন অর্জনে দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৪ ঘুস, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা শেরপুরে ক্রয়কৃত জমিতে ধান রোপণে বাঁধা, হামলায় আহত ২ তাহলে কমলাই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট! এবার সরকারের কাছে ৬৩ কোটি ডলার সুদ চাইল রাশিয়া নোয়াখালীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সাবস্টেশনে ছাত্রদের হামলা সরকারি বরাদ্দ আত্মসাৎ, ২৭৯ সিমকার্ড ও ৭৬ মোবাইলসহ ইউপি চেয়ারম্যান আটক টেলিটকের সেবার মান উন্নত করার নির্দেশ উপদেষ্টা নাহিদ ইসলামের গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর এলজিইডি : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা

সাতক্ষীরায় জলাবদ্ধতা থেকে চিরতরে মুক্তির দাবিতে স্থানীয়দের মানববন্ধন

মনিরুজ্জামান মনি / ১২ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
সাতক্ষীরায় জলাবদ্ধতা থেকে চিরতরে মুক্তির দাবিতে স্থানীয়দের মানববন্ধন

জলাবদ্ধতা থেকে চিরতরে মুক্তির দাবিতে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দারা।

সোমবার সকাল ১১টায় কাটিয়া মাঠপাড়া এলাকায় পানিতে দাঁড়িয়ে ওই মানববন্ধনে শতশত নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্না, নজরুল, ইদ্রিস, লাল বানু, আনোয়ারা, খোদেজা খাতুন, মনোয়ারা খাতুন, ঝরণা খাতুন, ছোট, শরিফুল, মুন্নি, আন্নি, আয়েশা খাতুন, মোস্তাফিজুর রহমান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বৃষ্টির পানিতে গোটা এলাকা ডুবে গেছে। ঘরবাড়ি থেকে বের হওয়ার পরিস্থিতি নেই। আমাদেও এলাকার প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অপরিকল্পিত মাছের ঘের ও ড্রেনেজ ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিবছর আমরা পানিতে ডুবে যায় তবে স্থায়ী কোন সমাধান করা হয়না। বৃষ্টির পানি ঘরের ভেতরে প্রবেশ করেছে। আমরা যে ঘরে ঘুমায় সেখানে হাঁটু পানি। রান্নার ঘর এমনকি গোয়াল ঘরও ডুবে গেছে। ঘরের ভেতরে সাপ প্রবেশ করছে। আমরা রান্নাও করতে পারছিনা। এমনকি ল্যাট্রিনগুলোও ডুবে গেছে। আমাদের এলাকার মসজিদগুলোও পানির নিচে। মুসুল্লিরা নামাজ পড়তে পারছে না। বাচ্চারা স্কুলে যেতে পারছেনা। ঘরের ভেতরেই ছোট বাচ্চারা পানিতে ডুবে যাচ্ছে। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

তারা আরো বলেন, কয়েকজন প্রভাবশালী ঘের মালিক এই জলাবদ্ধতার জন্য দায়ী। তারা ঘের করার জন্য বাঁধ দিয়েছে ফলে এই পানি বের হবার কোন সুযোগ নেই। প্রতিবছর আমরা ডুবে মরলেও এ ব্যাপারে তাদের কোন ভ্রæক্ষেপ নেই। আমরা এই জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে পরিত্রাণ চাই। এ ব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। যদি প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করা না হয় তবে আমরা নিজেরাই আইন হতে তুলে নিয়ে ঘেরের বেড়িবাধ কেটে দিয়ে পানি সরানোর ব্যবস্থা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!