সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

আইসিএমএবি বেস্ট কর্পোরেট পুরস্কার ২০২৩: ”বাংলাদেশ পুনর্গঠন: কর্পোরেট শ্রেষ্ঠত্বের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা”

শওকত আলী হাজারী / ৩৬ বার
আপডেট সময় :: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

দি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অফ বাংলাদেশ (আইসিএমএবি) ১৭টি বিভাগে ৪৬ টি তালিকাভুক্ত সহ বিভিন্ন সংস্থা ও কোম্পানিকে আর্থিক প্যারামিটার এবং আর্থিক সূচকসমূহের ভিত্তিতে তাদের সেরা কর্পোরেট অনুশীলনের জন্য স্বীকৃতি দিয়েছে।

আইসিএমএবি সেরা কর্পোরেট পুরস্কারের বিজয়ী সংস্থা ও প্রতিষ্ঠানগুলো কে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ এই তিন নামাঙ্কিত সুদৃশ্য ট্রফি দ্বারা পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে একটি জুরি বোর্ড, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট এর বোর্ড অফ ট্রাস্টির সভাপতি আনিস এ খান, এবং ক্রেডিট রেটিং ইনফরমেশন এবং সার্ভিসেস লিমিটেডের নির্বাহী প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ এফসিএমএ বিজয়ীদের অনুমোদিত তালিকা পর্যালোচনা করেছে, যা ইনস্টিটিউটের মূল্যায়ন দলের ৪৫ জন বিশেষজ্ঞ সদস্য দ্বারা মূল্যায়ন ও সুপারিশ করা হয়েছে।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত একটি বর্ণাঢ্য¨ ও আনন্দমুখর পরিবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা, অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিজয়ী সংস্থাদের শীর্ষ কর্মকর্তাদের নিকট এ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা, শেখ বশির উদ্দিন , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন, এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এর সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট আরিফ খান এফসিএমএ এবং সভাপতির বক্তব্য রাখেন আইসিএমএবি প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ। ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টিটিউটের সেক্রেটারি এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ। দেশীয় ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে এবারের আসরের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্য সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা, স্টেকহোল্ডার, গণমাধ্যম ব্যক্তিত্ব, ইনস্টিটিউটের সদস্য, পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণসহ মিডিয়া এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে , অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতি অনেক বড় চ্যালেঞ্জ আছে। সেগুলো ঠিক করার উপায় ও আছে।

এ সময় তিনি ব্যবসায়ীদের সরকারের ওপর ভরসা রাখার আহ্বান জানান। স্বচ্ছতা ও জবাবদিহিতা বড় অভাব আছে জানিয়ে তিনি বলেন, অনেক কর ও শুল্ক কমিয়েছি। তারপরেও দাম কমেনি, এটা আমার আফসোস। ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না।

শুধু শুল্ক কর কমিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় এমন ইঙ্গিত দিয়ে উপদেষ্টা বলেন, সাপ্লাই চেইনের অনেকগুলো ব্যাড সিস্টেম আছে। আমাদের ওপর ভরসা রাখুন। আমরা আপনাদেরকে সব রকম সাহায্য করবো। আমরা অনেক ট্যাক্স কমিয়েছি।

পাচার হওয়া অর্থ উদ্ধারে দাতা সংস্থাগুলো সাহায্য করতে চায় জানিয়ে তিনি বলেন, এখানে চার্টার্ড কাউন্ট্যান্টসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। সরকার ব্যবসায়ীদের সব ধরনের সাহায্য করবে।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, আমরা খুব কঠিন সময় পার করছি। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশকে পুনর্গঠন করার সুযোগ এসেছে। ব্যবসায়ীদের এখানে বড় ভূমিকা রাখতে হবে। কারণ তারা কর্মসংস্থান সৃষ্টি করে। বেসরকারি প্রতিষ্ঠান সরকারের চেয়ে কয়েকগুণ বেশি কর্মসংস্থান সৃষ্টি করে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সমস্যা আমরা শুনছি। সমস্যা চিহ্নিত করছি। আমরা ব্যবসা বান্ধব কর পরিবেশ করার সৃষ্টি করছি। কাস্টমসের সমস্যা দূর করছি। আয়কর প্রদান অনলাইনে করেছি। এটাকে ঝামেলামুক্ত করছি। আগামী বছর থেকে অনলাইনে করপোরেট কর সংগ্রহ করবো। আমরা চাই কর আদায়ে অটোমেশন আনতে। ব্যবসায়ীরা ঠিক মতো কর দিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। এখানে চার্টার্ড কাউন্ট্যান্টসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে।

আইসিএমএবি বেস্ট কর্পোরেট পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের তালিকাঃ

রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (এসওসিবি) ক্যাটাগরিতে সোনালী ব্যাংক পিএলসি- গোল্ড, রূপালী ব্যাংক পিএলসি- সিলভার এবং অগ্রণী ব্যাংক পিএলসি- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে ব্র্যাক ব্যাংক পিএলসি- গোল্ড, ইস্টার্ন ব্যাংক পিএলসি- সিলভার এবং ডাচ বাংলা ব্যাংক পিএলসি- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-গোল্ড পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) বিভাগে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি- গোল্ড, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি- সিলভার এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

জেনারেল ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে সেনা ইন্স্যুরেন্স পিএলসি- গোল্ড, সিটি ইন্স্যুরেন্স পিএলসি- সিলভার এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-গোল্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-সিলভার এবং সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি- গোল্ড, রেনাটা পিএলসি- সিলভার এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি- গোল্ড, ক্রাউন সিমেন্ট পিএলসি- সিলভার এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে মতিন স্পিনিং মিলস পিএলসি- গোল্ড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি- সিলভার এবং স্কয়ার টেক্সটাইল পিএলসি- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

মাল্টিন্যাশনাল কোম্পানি-ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড- গোল্ড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি- সিলভার এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

অন্যান্য ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে বিএসআরএম স্টিলস লিমিটেড- গোল্ড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড- সিলভার এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

পাওয়ার জেনারেশন ক্যাটাগরিতে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড- গোল্ড এবং ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

তেল, গ্যাস ও এনার্জি বিভাগে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড- গোল্ড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড- সিলভার এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

এনজিও ক্যাটাগরিতে ব্র্যাক পেয়েছে- গোল্ড, আইসিডিডিআর,বি- সিলভার এবং অ্যাকশন এইড-বাংলাদেশ ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

এগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং ক্যাটাগরিতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড- গোল্ড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড- সিলভার এবং এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

ট্রেডিং অ্যান্ড অ্যাসেম্বলি ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-গোল্ড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিসিএল)- সিলভার পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

আই.টি. এন্ড টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে গ্রামীণফোন লিমিটেড- গোল্ড এবং রবি আজিয়াটা পিএলসি- সিলভার পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!