দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) চাকরি মেলা “আইসিএমএবি ক্যারিয়ার ফেস্ট ২০২৪” শনিবার, নভেম্বর ১৬, ২০২৪ তারিখে আইসিএমএবি প্রাঙ্গঁণ, ৩ নীলক্ষেত, ঢাকা- ১২০৫-এ সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত চাকরি মেলা অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব, জনাব মোঃ সেলিম উদ্দিন উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন এবং স্টল পরিদর্শন করেন এবং আইসিএমএবির প্লেসমেন্ট কমিটির চেয়ারম্যান, জনাব রুমি তারেক মওদুদ এফসিএমএ স্বাগত বক্তব্য রাখেন ।
আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে “মার্কেটিং ফাংশন এবং সিএমএ” বিষয়ক একটি আলোচনা সেশন পরিচালনা করেন T.K. গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং আইসিএমএবি প্লেসমেন্ট কমিটির সদস্য এবং মডারেটর মিস তানজিনা হক এফসিএমএ অধিবেশনে বক্তৃতা দেন এবং আলোচনা পর্বে আইসিএমএবি প্লেসমেন্ট কমিটির চেয়ারম্যান, জনাব রুমি তারেক মওদুদ এফসিএমএ ধন্যবাদ জ্ঞাপন করেন ।
আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে “শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিএমএবি পেশাদারদের প্রস্তুত করা” বিষয়ক একটি প্যানেল আলোচনা পরিচালনা করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পার্সোনেল ম্যানেজমেন্টের সভাপতি, ডঃ মোঃ মোশাররফ হোসেন এফআইপিএম, ZUNOKS কনসালটিং এর সহ-প্রতিষ্ঠাতা ও অংশীদার, জনাব কাজী এম. শাহেদ এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এইচআর, প্রধান, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন । আইসিএমএবি প্লেসমেন্ট কমিটির ভাইস-চেয়ারম্যান, জনাব জিল্লুর রহমান এফসিএমএ আলোচনা সভার ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমাপনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন আইসিএমএবির কাউন্সিল সদস্য জনাব হাসনাইন তৌফিক আহমেদ এফসিএমএ, আলোচনা পর্বে বক্তব্য রাখেন আইসিএমএবির কাউন্সিল সদস্য, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এফসিএমএ, এবং আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য, জনাব আরিফ খান এফসিএমএ ও আইসিএমএবির ট্রেজারার, জনাব আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ । আইসিএমএবি প্লেসমেন্ট কমিটির চেয়ারম্যান, জনাব রুমি তারেক মওদুদ এফসিএমএ আলোচনা পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
দিনব্যাপী চাকরি মেলায় দেশের প্রধান ৪৬টি কর্পোরেট হাউস এবং বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তা এবং সিএমএ সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিএমএবির কাউন্সিল সদস্য ও সাবেক প্রেসিডেন্ট, জনাব মোহাম্মদ সেলিম এফসিএমএ, আইসিএমএবির ভাইস-প্রেসিডেন্ট, জনাব মোঃ কাউসার আলম এফসিএমএ, আইসিএমএবির সেক্রেটারি, জনাব এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ এবং আইসিএমএবির নির্বাহী পরিচালক জনাব মোঃ মাহবুব-উল-আলম এফসিএমএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।