শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঢাকায় ০৭ – ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অ্যানুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভেলপমেন্ট (এবিসিডি) ২০২৪ বাংলাদেশে জনস্বাস্থ্যের উন্নতিতে যুক্তরাজ্যের ‘বেটার হেলথ ইন বাংলাদেশ প্রোগ্রাম’ কার্যক্রমের অর্জন উদযাপন ভারতে পাচারকালে বিপন্ন প্রজাতির ৬টি মুখ পোড়া হনুমান উদ্ধার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শেরপুরে নিত্যপণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের মতবিনিময় সভা আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শেরপুরের নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন, আলোচনা সভা সিরাজগঞ্জে বেলকুচিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা   আন্তঃজেলা ডাকাত সর্দার সুজন গ্রেফতার স্বপ্নের পুষ্পধারা এখন বাস্তব রূপ নিচ্ছে

শেরপুর জেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন আব্দুস সামাদ ফারুক ও মহিউদ্দিন আহমেদ

এস এইচ শাকিল / ১০৭ বার
আপডেট সময় :: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ২:৫৯ অপরাহ্ন

সাম্প্রতিক সময়ে শেরপুর জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের তথ্য ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন শেরপুর জেলার কৃতি সন্তান সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক ও শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদ।

এ উপলক্ষে রোববার (২০ অক্টোবর) তারা বাংলাদেশ সচিবালয়ের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল ইসলাম, প্রাণি, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবদের কাছে শেরপুর জেলার বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।

এসময় সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক মন্ত্রণালয়ের কাছে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি কার্যক্রম বাস্তবায়নের জন্য নিজস্ব মনিটরিং ও অস্থায়ী সমাধানের জন্য আলাদা সেল গঠনের প্রস্তাব করেন। সেইসাথে মন্ত্রণালয়ে বন্যা দুর্গতদের সমস্যা ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।

তিনি জানান, বন্যায় কাঁচা-পাকা আবাসিক ঘরবাড়ির ক্ষতি হয়েছে প্রায় ৭ হাজার। টাকার পরিমাণে যা দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা।
আমন ধানের ক্ষতি হয়েছে ৩১ হাজার ২৮৬ হেক্টর জমির এবং সবজির ক্ষতি হয়েছে ৮৬০ হেক্টর জমির।

মোট কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৮০৫ জন। টাকার পরিমাণে যা দাঁড়ায় ২০০ কোটি টাকা।

মৎস চাষে মোট ক্ষতি ৭০ কোটি ৩১ লাখ টাকা। ৩২ হাজার ১৫৭ হেক্টর জমির চাষকৃত মাছ ভেসে গেছে বন্যার পানিতে।

এলজিইডি সূত্র জানিয়েছে, তিন ক্যাটাগরিতে (উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ) মোট ৪০৯ কি.মি. সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৮টি ব্রিজ ও ৫০টি কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সড়ক ও জনপথ প্রকৌশল বিভাগ জানিয়েছে, মোট ২৭ কি.মি. সড়ক, ৪টি বড় ব্রীজ ও ৩ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসময় আব্দুস সামাদ ফারুক বলেন, সরকারি হিসাবকে আমি গতানুগতিক, দৃশ্যত ও অনুমান নির্ভর বলে মনে করি। গণমাধ্যমের চোখে এই হিসাবের বাইরে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের পর্যবেক্ষণে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা।

শেরপুর জেলার বন্যাকবলিত মানুষের ক্ষয়ক্ষতি পূরণ ও পুনর্বাসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!