ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগ এবং বোস সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেস-এর যৌথ উদ্যোগে ‘Centennial Celebration of Bose-Einstein Statistics: A Legacy of Dhaka’ শীর্ষক ৪-দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আজ ০৭ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার মিন্টু রোডস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বোস-আইনস্টাইন তত্ত্বের ১০০ বছরপূর্তি এবং সত্যেন বোসের অনন্য অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।
এই আন্তর্জাতিক সম্মেলনের বিষয়ে ০৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়। সম্মেলন আয়োজক কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. কামরুল হাসান সাংবাদিকদের ব্রিফিং দেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুপ্রিয়া সাহাসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং-এ জানানো হয়, এবছর জুলাই মাসে বোস-আইনস্টাইন তত্ত্বের ১০০ বছরপূর্তি হতে যাচ্ছে। এই তত্ত্বের মাধ্যমেই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের জন্ম হয়। কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের জনক ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সত্যেন বোস। তাই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের জন্মের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে আছে। এই সম্মেলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্ম জানতে পারবে এবং নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবনের ক্ষেত্রে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে।
সম্মেলনের উদ্বোধনী পর্ব শেষে আগামী ৮-১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সায়েন্টিফিক সেশন অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সায়েন্টিফিক সেশন চলবে। ।
যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, জাপান, হংকং, ভারত, পাকিস্তান ও নেপালের বিজ্ঞানীরা সম্মেলনে অংশগ্রহণ করবেন।
সম্মেলনের বিস্তারিত তথ্য bes-conference.com ওয়েবসাইটে পাওয়া যাবে।