শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের ৬ দিন পর সেপ্টিট্যাংকের ভিতর থেকে আকলিমা বেগম (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা আড়াই টায় উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ড্যাইনেরপাড় গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
আকলিমা বেগম ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে রহমতুল্লাহর স্ত্রী।
পুলিশ ও গৃহবধূর পারিবারিক সুত্রে জানা গেছে, রহমতুল্লাহ ২০১০ পার্শ্ববর্তী হাতিবান্ধা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে আকলিমাকে বিয়ে করে। বিয়ের পর দুই সন্তানের জননী হয় আকলিমা। পরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। রহমতুল্লাহ দ্বিতীয় বিয়ে ঘর সংসার করে আসছিল । এক পর্যায়ে রহমতুল্লাহ প্রথম স্ত্রীকে আবারো নিয়ে আকলিমার বাবার বাড়িতে রেখে ভরনপোষণ করে আসছিল। তবে মাঝে মধ্যেই রহমতুল্লাহ যৌতুকের দাবিতে মারধর করতো আকলিমাকে। গত ১৯ এপ্রিল রাতে রহমতুল্লাহ আকলিমাকে ফোন করে তার বাবার বাড়ি থেকে রহমতুল্লাহর বাড়িতে নিয়ে আসে । ওই দিন থেকেই আকলিমা বেগম ও রহমতুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ২১ এপ্রিল আকলিমার ভাই আবুল হাসেম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ রহমতুল্লাহ’র মোবাইল ফোনের সুত্র ধরে বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলা থেকে তাকে গ্রেফতার করে। অপর দিকে রহমতুল্লাহ’র বাড়ির সেফটি ট্যাংকের ভিতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এলাকাবাসীর দেয়া এ তথ্যের ভিত্তিতে রহমতুল্লাহর বাড়ির সেফটি ট্যাংক থেকে আকলিমার অর্ধগলিত লাশ উদ্ধার করে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গ্রে প্রেরণ করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।