আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের ৮ মে অনুষ্ঠিত নির্বাচনে ঝিনাইগাতী উপজেলায় ভাবি – দেবর নির্বাচনী প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছে। ভাবি লাইলী বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো প্রজাপতি প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারনায় মাঠে। অপর দিকে লাইলী বেগমের চাচাতো দেবর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ মোটরসাইকেল প্রতিক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছে।
লাইলী বেগম সাবেক দুই বারের মহিলা ভাইস চেয়ারম্যান। দেবর ফারুক আহমেদ বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এবারের নির্বাচনে দেবর ভাবি দুই জনেই দুই পদে নির্বাচনে অংশ নিয়ে পুরো দমে নির্বাচনী প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন । একই পরিবার থেকে দুপদে দুই জন প্রার্থী নির্বানে অংশগ্রন করায় ভোটারদের মধ্যে মুখরোচক আলোচনা হচ্ছে। এবিষয়ে ফারুক আহমেদ সাংবাদিককে বলেন লাইলী বেগমের সাথে আমার কোন সম্পর্ক নেই।