মুরাদ শাহ জাবাল
ঝিনাইগাতী(শেরপুর) স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে সন্ত্রাসী হামলায় হাসানুজ্জামান (৪০) নামে এক যুবলীগ নেতা আহত হওয়ার অভিযোগ উঠেছে। ১ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে। হাসানুজ্জামান উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামের মোঃ ওমর আলীর ছেলে ও কাংশা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াই টার দিকে হাসানুজ্জান স্থানীয় মহারশি নদীর বালু মহালের ইজারার শেয়ারের টাকা জমা দেওয়ার জন্য প্রাইভেটকারে হলদিগ্রামে যাচ্ছিল। এ সময় পুর্ব শত্রুতার জেরধরে খোশনুর আবেদন সোহেল ও আব্দুর রউফ নামে দুই যুবক প্রাইভেট কারের গতিরোধ করে তাকে নামিয়ে মারধর করে এবং তার কাছে থাকা ১২ লাখ টাকা ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের হামলায় আহত হয় হাসানুজ্জামান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে