সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

শেরপুরে যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্র দল এর যৌথ কর্মীসভা

ছামিউল আলম সোহান,শেরপুর / ২৬ বার
আপডেট সময় :: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনা মূলক যৌথ কর্মীসভায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি চায় এই মুহূর্তে সংস্কার যতটুকু না হলেই নয় ততটুকু করে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দেয়া হওক। কারন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসবে তারাই সংস্কার করে যাবে।

তিনি আরো বলেন, ৫ অগাস্টের পর গত ১৬ বছরে আওয়ামী সুবিধাভোগী উচ্ছিষ্ট কিছু নেতা কর্মী আমাদের দলে বা মিছিলে যোগ দেওয়ার চেষ্টা করছে এবং যাদের প্ররোচনায় আমাদের দলের কেউ কেউ অন্যায় কাজে নিজেকে সম্পৃক্ত করছেন। আমরা এ বিষয়ে ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছি এবং অন্যায় কাজের জন্য বহিষ্কারও করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ৫ আগস্টের পরে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেছেন। আজ ২২ নভেম্বর বিকেলে শেরপুর পৌর অডিটরিয়াম ভবনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভায় এসব কথা বলেন যুবদলের কেন্দ্রীয় এই নেতা।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাসনাত ইয়াহিয়া এর সভাপতিত্বে, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এর সঞ্চালনায় যৌথ কর্মী সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী। শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল প্রমুখ। যৌথ সভায় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!