রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম ::
আলাইপুর হিলফুল ফুজুল ফাউন্ডেশনের নতুন সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সবুজ বেলকুচিতে সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্যেশে রেজাউল সাংবাদিকের উপর হামলা করেছে রুবেল সাংবাদিক গং শেরপুরে সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেরপুরে আমির হোসেন নামের এক চোরা কারবারি গ্রেফতার পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড’র আয়োজনে ইফতার মাহফিল: এক মিলনমেলা বেলকুচিতে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুড়লো ৬টি দোকান কবি তালাত মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত নোয়াখালীতে বিধবার ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি বিশ্ব নদী কৃত্য দিবস উপলক্ষে নদী রক্ষার দাবিতে বাপা চকরিয়া শাখার মানব বন্ধন অনুষ্ঠিত

জামালপুরে যুব অনূর্ধ্ব-১৮ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম / ২০ বার
আপডেট সময় :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:০১ অপরাহ্ন

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জামালপুরে যুব অনূর্ধ্ব ১৮ বালক-বালিকা দলের কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। জামালপুর জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এবং জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

কাবাডি বালক টাঙ্গাইল জেলা বনাম কিশোরগঞ্জ জেলা এবং বালিকা টাঙ্গাইল জেলা বনাম কিশোরগঞ্জ জেলা উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে।

খেলায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় বালক জামালপুর জেলাকে পরাজিত করে ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হয় এবং বালিকা কিশোরগঞ্জ জেলাকে পরাজিত করে জামালপুর জেলা চ্যাম্পিয়ন হয়।

জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও স্মারক বেলুন উড়িয়ে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত ডিআইজি মো. জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

বক্তারা বলেন, জামালপুরে আপনাদের আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আনন্দিত ও গর্বিত জামালপুরের মতো এত ছোট জেলায় ৮টি জেলার এই খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য। খেলাধুলার মূল উদ্দেশ্য শুধু চ্যাম্পিয়ন হওয়া নয়। আমরা চাচ্ছি একটি সুনাগরিক, জাতি তাদের সুনির্দিষ্ট নেতৃত্বের মাধ্যমে তাদের বিকাশ এখানে ঘটবে। তারা সকল প্রকার অপরাধ থেকে মুক্ত থাকবে। সন্ত্রাসমুক্ত ও অপরাধমুক্ত একটি যুব সমাজ গড়বে। সমাজের অপরাধ থেকে নিজেদেরকে দূরে রাখবে। সমাজের কোন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে তারা প্রতিরোধ গড়ে তুলবে।

তারা আরও বলেন, যুব সমাজের মধ্যে আগামী দিনের বাংলাদেশ লুকায়িত আছে। তোমাদের সেই নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। একই সাথে তোমাদের শারীরিক বা মানসিক যে সুস্থ বিকাশ হওয়া দরকার, সেইটা খেলাধুলার মাধ্যমে অনেকটাই সম্ভব।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!