শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ডে-২০২৩ ভূষিত হলেন পরিচালক নাজনীন হাসান খান। শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে গত ২৬ অক্টোবর ২০২৪ খি: শনিবার, রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেখানে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।
শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নাজনীন হাসান খান এর হাতে পুরস্কার তুলে দেন শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ এবং মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী।
সম্মাননা প্রসঙ্গে নাজনীন হাসান খান বলেন, ‘যেকোনো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে করে কাজের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি পায়। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন আরো ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারি সে দোয়া কামনা করছি।’