মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) স্থানীয় একটি রেস্তোরাঁয় সাধারণ সভা আহ্বানের মধ্যদিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আলী আশরাফ (সিএনআই)। প্রতিবেদন উপস্থাপন করেন ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী (গ্লোবাল টেলিভিশন)।
নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মোঃ ইউনুস আলী ( গ্লোবাল টেলিভিশন) ও সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ (সিএনআই),সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম (আমার সময়) সহ দুই বছর মেয়াদের ৩১ সদস্য বিশিষ্ট মাগুরা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি বিকাশ বাছাড় (আামার বার্তা), সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ইমরুল (স্বদেশ বিচিত্রা), সহ-সাধারণ সম্পাদক সজিব বিশ্বাস (সৃজন বাংলা), সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম(আমার সময়), সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পাপ্পু (স্বদেশ বিচিত্রা),কোষাধ্যক্ষ মোঃ আরিফ খান (ভোরের সময়), দপ্তর সম্পাদক মোঃ শাহিন খন্দকার (আমাদের দিন),মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মাসুদ, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ মামুন বিশ্বাস (আজকালের বার্তা)। আগামী দুই বছরের জন্য উক্ত কমিটি দায়িত্ব পালন করবে।