বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু চক্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই নিজস্ব রাস্তা; কোমলমতী শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকায় ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জামালপুরে কিশোরী গণধর্ষণ মামলায় হাইকোর্টের জামিন না মঞ্জুর: ৪ বন্ধুকে কারাগারে পাঠানোর আদেশ জামালপুরে যুব অনূর্ধ্ব-১৮ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন এবারের একুশে বই মেলায় এসেছে কবি রফিকুল ইসলাম আধারের ২ কাব্যগ্রন্থ শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও কৃষি শ্রমিকের মৃত্যু নিজেদের গ্রামকে মাদক থেকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘মেঘের পালক’ ও ’ভালোবাসার উজান গাঙে’ বই এর মোড়ক উন্মোচন

শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করলেন মেয়র লিটন

ছামিউল আলম সোহান / ৫৫ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৫:৫১ অপরাহ্ন
শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করলেন মেয়র লিটন

ছামিউল আলম সোহান

শেরপুর জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ২৭ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১১২ কোটি ৮১ লাখ ৯ হাজার ৬১৬.৫১ টাকা প্রস্তাবিত ঘোষণা করা হয়েছে।

শেরপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের এর সঞ্চালনায় প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও সংস্থাপন অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. নাছিরুল ইসলাম নাহিদ।

শেরপুর পৌরসভার প্যানেল মেয়র, সকল কাউন্সিলর, বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণদের উপস্থিতিতে বাজেট অনুষ্ঠানে মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এ বাজেট উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, ২০২৪-২০২৫ অর্থ-বছরে শেরপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক সুবিধা বাড়াতে এবং পৌরসভার ১১২ কোটি ৮১ লাখ ৯ হাজার ৬১৬.৫১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। বাজেট ঘোষণাকালে মেয়র লিটন আরো বলেন, শেরপুর পৌরসভার নাগরিকদের অন্যান্য সুবিধা বাড়াতে এবং সেই সাথে সবুজ নগরায়ন ও পরিচ্ছন্ন শহর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

বাজেট অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু, মহিউদ্দিন সোহেল, জিএম আজফার বাবুল, মাসুদ হাসান বাদল, জাহিদুল খান সৌরভ প্রমুখ।

বাজেট অনুষ্ঠানে মেয়র পত্নী ও পৌর লেডিস ক্লাবের সভাপতি শাহিনা আক্তার পারভীন, পৌরসভার প্যানেল মেয়র-১ মো. নজরুল ইসলাম, প্যানেল মেয়র-২ মো. কামাল হোসেন, প্যানেল মেয়র-৩ নাজমা বেগম, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান হাবিব, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আঃ সাত্তার মিয়া, ৭নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উদ্দিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল মিয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস আলী গেন্দাকুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর স্মৃতি পারভীন, পৌরসভার সচিব আবু লায়েছ বজলুল করিম, হিসাব রক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ শেলীম আলম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারি প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, পৌর কর্মচারী সংসদের সভাপতি রফিকুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এসএম রহুল আমিন, সহ-সভাপতি নূর-ই-আলম চঞ্চল, শেরপুর প্রেসক্লাব সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, সাবেক সভাপতি মো. শরিফুর রহমান, শেরপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুলসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!