মোঃ আব্দুল হান্নান
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট দেখা দিয়েছে।হাসপাতাল সুত্রে জানাগেছে এখানে ১২ জন চিকিৎসক,৪ জন নার্স,৪ জন মিডওয়াইফ,৩ জন স্বাস্থ্য পরিদর্শক,১ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ১৪ জন স্বাস্থ্য সহকারীর পদ শুন্য রয়েছে।
উল্লেখ যোগ্য ডাক্তারগণের মাঝে পদ শুন্য রয়েছে,
জুনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌন,জুনিয়র কনসালটেন্ট ইএনটি,জুনিয়র কনসালটেন্ট অপথামোলজি,জুনিয়র কনসালটেন্ট মেডিসিন,জুনিয়র কনসালটেন্ট শিশু,জুনিয়র কনসালটেন্ট সার্জারি,জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স,মেডিকেল অফিসার এ্যান্হেশিয়া,ডেন্টাল সার্জন,মেডিকেল অফিসার ২জন ও মেডিকেল অফিসার হোমিওপ্যাথিক ১জনের পদ শুন্য রয়েছে।
জানা গেছে ডাক্তার সংকটের কারনে শুধু নাসিরনগর উপজেলা নয় পার্শ্ববর্তী সরাইল,লাখাই, অষ্টগ্রাম ও মাধবপুর উপজেলার ও বিভিন্ন গ্রাম থেকে আসা রোগীদেরও পড়তে হচ্ছে চিকিৎসা সংকটে।
চিকিৎসক ও নার্স সংকটের বিষয়ে জানতে চাইলে
উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় বলেন,চিকিৎসক সংকটের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে।