ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর আর হবিগঞ্জ জেলার লাখাই উপজেলান আঞ্চলিক বাইপাস সড়কে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে শত শত বাস,ট্রাক,সিএনজি,অটেকরিক্সার মত ভারী আর হালকা যানবাহন সহ হাজার হাজার মানুষ।
উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল আর নাসিরনগর সদর ইউনিয়নের দুই সীমানার মধ্যবর্তী ঝুকিপূর্ণ মহাখাল ব্রিজটি যেন মরণ ফাঁদ।
তাছাড়াও সরাইল নাসিরনগর ছাতিয়াইন সড়কের দাতমন্ডল মুচি বাড়ি,আশুরাইল বরজু হাজীর বাড়ি,শ্রীঘর মেন্দি আলীর বাড়ি ও আতুকোড়া ঈদগাহ মাঠের নিকটের ব্রীজ গুলো মরণ ফাঁদ পেতে বসে রয়েছে।
মহাখালের উপর নির্মিত প্রায় শতবর্শী ব্রীজটি মূল ব্রীজ থেকে সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে,বেশ কয়েক মাস আগেই। দীর্ঘদিন যাবৎ যান চলেচলের অনুপযোগী থাকায় জীবনের ঝুঁকি জেনেও প্রতিদিন হাজার হাজার যানবাহন এই ব্রীজ দিয়ে চলাচল করে ফলে যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।রয়েছে প্রাণহানির সম্ভাবনা। অনেকদিন যাবৎ এই ব্রীজ নিয়ে বিভিন্ন স্থানীয়, জাতীয় পত্র পত্রিকা ও সোসাল মিডিয়ায় লেখালেখির পর কর্তৃপক্ষের টনক নড়ে।ফলে ব্রীজের পাশে ভাইবেশন করে সরকারের বহু টাকা ব্যয়ে আরে্ একটি অস্থায়ী বিকল্প ব্রীজ নির্মাণ করা হয়।
বিকল্প ব্রীজ দিয়ে কিছুদিন যান চলাচল করলে ও বর্তমানে ব্রীজের দুইপাশের মাটি সরে গিয়ে এক পাশ ধেবে দিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।নীচে দেয়া কাটের কুটি গুলো ভেঙ্গে পড়েছে।তাই বড় ধরনের কোন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে হলে এই অস্থায়ী ব্রীজটি দ্রুত শক্ত মজবুত করে তৈরি করে দিয়ে প্রতিদিন বাস ট্রাক মিনিবাস কাভাট ভ্যান সিএনজি চলাচলের সুযোগ করে দেবার দাবী জানায় এলাকাবাসী।
পুরাতন ব্রীজ দিয়ে চলাচল করার ফলে ব্রীজের উপর দীর্ঘ জ্যাম লেগেই থাকে। তাই এলাকা বাসী ও ভুক্তভোগীরা উক্ত রাস্তায় বড় ধরনের ঝুকি থেকে বাচঁতে,প্রশাসন সড়ক ওজনপদ বিভাগ সহ সংশ্লষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছেন।