দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছেন সহপাঠিরা।
এসএসসি-৯১ ব্যাচ শেরপুর জেলা শাখার পক্ষ থেকে ২০ জানুয়ারি শনিবার রাতে শহরের নিউমার্কেট এলাকায় আলিশান হোটেল ও পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত সংসদ সদস্য আ’লীগ নেতা এডিএম শহীদুল ইসলামকে অনষ্ঠানে সহপাঠি বন্ধুরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাণনা স্মারক তুলে দেন।
সংবর্ধনার জবাবে এডিএম শহীদুল ইসলাম সবসময় বন্ধুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মডেল গার্লস ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ও পুলিশ লাইন্স একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী।