ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামেন একাধিক মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত কুখ্যাত ডাকাত মজিদ কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার ২৬ অক্টোবর শনিবার নাসিরনগর উপজেলায় থানায় কর্মরত এএসআই মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে কুন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে নাসিরনগর থানার, এফ আই আর মামলা নং-১৪, তারিখ- ১১ অক্টোবর, ২০২৪; জি আর নং-১৮৭, তারিখ- ১১ অক্টোবর, ২০২৪; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড।নাসিরনগর থানার এফ আই আর মামলা নং-৬/৬, তারিখ- ১৪ জানুয়ারি, ২০২২; জি আর নং-৬/২২, তারিখ- ১৪ জানুয়ারি,২০২২ধারা-১৪৩/১৪৭/৩৫৩/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৪ পেনাল কোড- ১৮৬০, নাসিরনগর থানার এফ আই আর মামলা নং-২৬/৩৩৫, তারিখ- ২৬ নভেম্বর, ২০১৮; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড- ১৮৬০; নাসিরনগর থানার এফ আই আর মামলা নং-৪৫ জিআর ৪৪৩/১৪, তারিখ- ২৪ নভেম্বর, ২০১৪; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; নাসিরনগর থানার এফ আই আর মামলা নং-৩১/৫১২, তারিখ- ২৫ নভেম্বর, ২০১৩; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড- ১৮৬০; নাসিরনগর থানার এফআইআর নং-১৯, তারিখ- ২৩ জুলাই, ২০২৪; জি আর নং-১৪০, তারিখ- ২৩ জুলাই, ২০২৪; বর্ণিত মামলা সমূহের আসামী কুখ্যাত ডাকাত কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের জুর আলীর ছেলে মজিদ (৩৫) কে গ্রেপ্তারী পরোয়ানামূলে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।