বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু চক্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই নিজস্ব রাস্তা; কোমলমতী শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকায় ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জামালপুরে কিশোরী গণধর্ষণ মামলায় হাইকোর্টের জামিন না মঞ্জুর: ৪ বন্ধুকে কারাগারে পাঠানোর আদেশ জামালপুরে যুব অনূর্ধ্ব-১৮ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন এবারের একুশে বই মেলায় এসেছে কবি রফিকুল ইসলাম আধারের ২ কাব্যগ্রন্থ শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও কৃষি শ্রমিকের মৃত্যু নিজেদের গ্রামকে মাদক থেকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘মেঘের পালক’ ও ’ভালোবাসার উজান গাঙে’ বই এর মোড়ক উন্মোচন

লালমনিরহাটে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীসহ ৪ এমপির বিরুদ্ধে হত্যা মামলা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট / ৪২ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৭:০০ অপরাহ্ন
লালমনিরহাটে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীসহ ৪ এমপির বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ চারজন সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৭ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এই মামলায় অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি হিসেবে যুক্ত করা হয়েছে। সাবেক এমপিসহ লালমনিরহাটে আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে এ পর্যন্ত তিনটি হত্যা মামলা দায়ের, একটি আশুলিয়া একটি ডেমরা অন্যটি যাত্রাবাড়ী।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নিহত মিরাজুল ইসলামের বাবা আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৫ আগস্ট) ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাটি দায়ের করেন তিনি।

মামলায় আলোচিত আসামিরা হলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সম্পাদক ও লালমনিরহাট-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা খাতুন রুমি। এছাড়া জেলা যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা, চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, গোলাম ফারুক বসুনিয়া, অ্যাডভোকেট শরিফুল ইসলাম রাজু, অ্যাডভোকেট রকিবুল ইসলাম খান রকু, কাজি নজরুল ইসলাম তপন, সাবেক সমাজকল্যাণমন্ত্রীর এপিএস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, আমিনুল খান, তহমিদুল ইসলাম বিপ্লব, আব্দুস সোহরাব হোসেন, মোঃ মনসুর আলী, সিরাজুল ইসলাম খন্দকার রানা, সুমন সওদাগর, সবুজ মিয়া, সরওয়ার আলম, আতিকুল ইসলাম, মিজানুর রহমান, সাজু মিয়া, রুবেল মিয়া, মোঃ লাকু, পিন্টু মিয়া, শেফাউল, সজীব, গোলাম মোস্তাফা স্বপন, আহসান হাবীব লাভলু, মিলন হোসেন, আব্দুর রাজ্জাক সুমন, রফিকুল আলম, সাজেদা রহমান সাজু, সালেকুজ্জামান চয়ন ও শাওন। অজ্ঞাত আসামি হিসেবে মামলার এজাহারে আরও ২০০-৩০০ জনকে যুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালে তাতে মিরাজুল ইসলামও অংশ নেন। লালমনিরহাটের চার সংসদ সদস্যসহ বাকি আসামিরা ওই বিক্ষোভ দমন করতে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে আক্রমণ চালায়। এতে মিরাজুল ইসলাম গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে ডেল্টা মেডিকেলে ভর্তি করান সতীর্থরা। চিকিৎসকের অভাবে অপারেশন না হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঢাকা যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলামের বরাত দিয়ে জানান, ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এর মধ্যে চারজন স্থানীয় সংসদ সদস্য রয়েছেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!