ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একমাত্র শহীদ হাফেজ ইমরানের বাড়ীতে নাসিরনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ১৭ আগস্ট শনিবার নাসিরনগর উপজেলা গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে হাফেজ ইমরানের কবর জিয়ারত ও শহীদ ইমরানের পরিবারের খোঁজ খবর নিতে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে উপজেলা বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাতী দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ ইমরানের কবর জিয়ারত করা হয়।
করব জিয়ারত শেষে মিলাদ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। জেলা বিএনপির সাবেক সদস্য সফিকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা শামসুল হক কিবরিয়া পাভেল চৌঃ ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিরুল হোসেন চকদার।
সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি কাসেম মিয়া।
শহীদ ইমরানের বাবা তার বক্তৃতায় বলেন, আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে। আমার ছেলে হত্যার বিচার চাই।