“বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট – ২৪” কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নাসিরনগর যুব এসোসিয়েশন, ঢাকা কে বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড ২৪ প্রদান করা হয়েছে।
১০ নভেম্বর ২০২৪ রোজ শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ইয়ুথ ফোরামের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী এডঃ আমিনুল ইসলাম মুনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ববি হাজ্জাজ, জোনায়েদ সাকী সহ বরেণ্য রাজনৈতিক ব্যাক্তিত্ব এবং দেশের সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যুবকদের টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় নাসিরনগর যুব এসোসিয়েশন, ঢাকার হাতে ইয়ুথ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অ্যাওয়ার্ড গ্রহণে উপস্থিত ছিলেন যুব এসোসিয়েশনের সভাপতি এম আতিকুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল করিম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃনজরুল ইসলাম রানা প্রমুখ।