রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

রাঙ্গাবালিতে জাতীয় যুব দিবসের আলোচনা সভা

নুরুজ্জামান, রাঙাবালি,পটুয়াখালি / ৩৬ বার
আপডেট সময় :: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ন

জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপনে নানা কর্মসূচির মাধ্যমে দেশের যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এই উপলক্ষে ১ নভেম্বর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আলোচনা সভা, কর্মশালা এবং প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়। তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, এবং নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করে সরকারের পক্ষ থেকে নানা পরিকল্পনা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান বলেন, তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী করা সম্ভব। বাংলাদেশ একটি যুবসমৃদ্ধ দেশ, এবং এই বিশাল যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা গেলে, তা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। আলোচনা সভায় বক্তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তরুণদের অবদান সম্পর্কে বিশদভাবে আলোকপাত করেন এবং তাদেরকে সামাজিক দায়িত্ব পালনের জন্য অনুপ্রাণিত করেন।

এবারের যুব দিবসে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় যুবকদের প্রশিক্ষণ এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণে উৎসাহিত করার জন্য যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে। এতে অংশগ্রহণকারী যুব সমাজের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। অনেকেই তাদের মতামত ও চিন্তাধারা প্রকাশ করেছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখার সংকল্প ব্যক্ত করেছেন।

রাঙ্গাবালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলী আজগর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান।

আরো ছিলেন রাঙ্গাবালীর নৌবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট,মোঃ মহাসিন, যুব ফোরাম এর আহ্বায়ক মোঃ রাকিব, যুগ্ম আহ্বায়ক মোঃ ইউসুফ আলী (সিরাজুল) এবং সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিগণ।

জাতীয় যুব দিবস ২০২৪ এর প্রতিপাদ্য হলো “যুবদের দক্ষতায় গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ”। বক্তারা বলেন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার এবং সমাজের সর্বস্তরের সহযোগিতায় যুবসমাজকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা জাতির অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!