সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

নকলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি: / ১৩ বার
আপডেট সময় :: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

রবিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়েছে।

উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা এলাকার বাঁশকান্দা ও গণপদ্দী ইউনিয়নের মেদিরপাড় এলাকায় আলাদাভাবে দুটি ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এদিন বিভিন্ন রোগে আক্রান্ত পাঁচশতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও দরিদ্র অসহায় রোগীদের প্রয়োজনীয় ঔষুধ প্রদান করা হয়। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস খানের সার্বিক সহযোগিতায় ও শহর যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক সাদেক হোসেনের নেতৃত্বে এ ক্যাম্পেইন পরিচালিত হয়।

ক্যাম্পেইন চলাকালীন সময় শহর যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক সাদেক হোসেনসহ উপজেলা যুবদলের যুগ্মআহব্বায়ক আরিফুজ্জামান ইমন, যুগ্ম আহবায়ক রুবেল সরকার, সদস্য মাকসুদুর রহমান মাসুম, নবিজুল হক, শাহজাহান; শহর যুবদলের সদস্য রফিকুল ইসলাম ও আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল সরকার, শহর ছাত্রদলের যুগ্মআহবায়ক নাহিদুল ইসলাম রিজন, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক আতিকুর রহামান রাজু, হাজী জালমামুদ কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্মআহবায়ক নাহিদুর রহমান নাহিদসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিনটি উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ সকল কর্মসূচিতে তারা অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!