শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম ::
পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননার দায়ে কাশেম আলী নামে একজন আটক নাসিরনগরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ইউপি সদস্য সহ ৩২ জনের নামে মামলা শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ বোস-আইনস্টাইন তত্ত্বের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু নিবিড় হজ্ব কাফেলার হাজী পূর্ণমিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাসিরনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময় ভালুকায় বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা চীন মৈত্রীতে ১৭ দিন ব্যপী এশিয়া আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০২৪ উদ্বোধন পুষ্পধারার ডিরেক্টরগণের পুষ্প ইকো সিটির উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

ইদের ছুটিতে নৌপথে ঢাকা ছাড়বেন সাড়ে ২২ লাখ মানুষ

রিপোর্টারের নাম / ৫০ বার
আপডেট সময় :: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ২:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

গতকাল মঙ্গলবার ২ এপ্রিল শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদপূর্ব পর্যবেক্ষণ প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে বলা হয় আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে প্রায় ২২ লাখ ৫০ হাজার মানুষ নৌপথে ঢাকা ছাড়বেন।

এটি গাজীপুর ও নারায়ণগঞ্জসহ ঢাকা এবং এর আশপাশের এলাকা থেকে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ১৫ শতাংশ। এসব যাত্রীর অধিকাংশই বৃহত্তর বরিশাল অঞ্চলে যাবেন এবং বাকিরা চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ ও নোয়াখালীর হাতিয়ায় যাবেন।প্রতিবেদনে বলা হয়, প্রতি ঈদুল ফিতরে প্রায় এক কোটি ৫০ লাখ মানুষ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকা ছেড়ে যায়। দুই বছর আগে ঢাকার ঈদযাত্রীদের ২৫ শতাংশ (৩৭ লাখ ৫০ হাজার) নৌপথ ব্যবহার করত। আর সড়ক ও রেলপথে যাতায়াত করত যথাক্রমে ৫৫ ও ২০ শতাংশ মানুষ।

এসসিআরএফের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ এপ্রিল থেকে ঈদে ভ্রমণের চাপ শুরু হবে। ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে ঈদের সব যাত্রী চলে যাবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিদিন সদরঘাট টার্মিনালে প্রায় তিন লাখ ২১ হাজার মানুষ যাতায়াত করেন। তবে নৌপথের নাব্য ও নৌযানের ঘাটতি নিয়ে উদ্বেগ রয়েছে। এসব চ্যালেঞ্জের কারণে বর্তমানে ঢাকা থেকে ৪১টি নৌপথের মধ্যে মাত্র ৩১টি চালু রয়েছে। এরপরও ঈদের আগে লঞ্চের সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ১৭৫টি, যার মধ্যে ৮৭টি সদরঘাট থেকে ছেড়ে যাবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালের জুনে পদ্মা সেতু চালুর পর চাঁদপুর, মুন্সীগঞ্জ ও হাতিয়া ছাড়া অন্য জেলাগুলোর নৌযাত্রীর হার ৪০ শতাংশ কমেছে; যা মোট ঈদযাত্রীর ১০ শতাংশ। এই হিসেবে এবার ঈদে নৌপথে যাবেন আনুমানিক ২২ লাখ ৫০ হাজার মানুষ।

এসসিআরএফের প্রতিবেদনে লঞ্চগুলোর ওপর চাপের বিষয়টি তুলে ধরা হয়েছে, যার মধ্যে অনেকগুলো ধারণক্ষমতার দ্বিগুণ বা তিনগুণ বহন করবে। এ কারণে দুর্ঘটনা ও জনদুর্ভোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে। অনেক লঞ্চের ধারণক্ষমতা এক হাজারেরও কম, বিশেষ করে ঈদের আগের তিন দিনে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নিরাপদ ঈদযাত্রার স্বার্থে সরকারি উদ্যোগে বিকল্প ব্যবস্থায় নৌযানের সংখ্যা বাড়ানোর সুপারিশ করে এসসিআরএফ। এ ছাড়া টার্মিনালসহ নৌপথে সর্বোচ্চ নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!