সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়ন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য রাজনৈতিক নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, জনসাধারণদের সাথে মতবিনিময় করছেন বেলকুচি থানার দায়িত্বে থাকা নতুন ওসি।
সোমবার (২৪ আগস্ট) বিকাল ৪ টায় বেলকুচি উপজেলা ধুকুরিয়া বেড়া উচ্চ বিদ্যালয়ে বাবর মেম্বর সভাপতিত্বে ও মোঃ ইমতিয়াজ উদ্দিন পরিচালনায় বক্তব্যে রাখেন সাধারণ নাগরিকদের জানমাল ও দেশের সম্পদ লুটপাট রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনিকে সহযোগিতা করার জন্য বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি, জামায়াত, জনগণকে আহবান জানান সহকারী পুলিশ কর্মকর্তা মোঃ রাফিউল, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, বেলকুচি থানা অফিসার তদন্ত মোঃ আব্দুর বারিক, এ সময় আরো বক্তব্য রাখেন ধুকুরিয়া বেড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসমত আলী, বারেক মেম্বর, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য ঝন্টু, উপজেলা জামায়াতে সহ-সেক্রেটারি মাহবুবুল রশিদ শামিম, ধুকুরিয়া বেড়া ইউনিয়নের বিএনপির সদস্য সচিব ফজলুল হক, বেলকুচি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহব্বায়ক মুসা হাসেমি, ফজল, ছানোয়ার, ছাইফুল, রশিদ, রাজ্জাক। বেলকুচি উপজেলা ধুকুরিয়া বেড়া ইউনিয়নে বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ জনসাধারণ বৃন্দ উপস্থিত ছিল।