৭ নভেম্বর, ২০২৪: চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁও, ঢাকায় ১৭ দিন ব্যপী এশিয়ার আন্তর্জাতিক বানিজ্য মেলার উদ্বোধন হলো আজ বৃহষ্পতিবার।
এ মেলায় ভারত, চীন, থাইল্যান্ড, পাকিস্তান, নেপাল, শ্রীলংঙ্কা, বাংলাদেশসহ ৬ দেশের ১৫০ জন উদ্যোক্তা ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ২৮৮টি স্টল অংশ নেয়। বাংলাদেশের সাথে এশিয়ার অন্য দেশগুলোর বানিজ্য সম্প্রসারনের লক্ষে এ মেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন মেলার আয়োজকরা।
বিকেলে এক অনাড়ম্বর পরিবেশে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, বিদেশী উদ্যোক্তাদের বাংলাদেশে আকৃষ্ট করতে এমন মেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল আহমেদ, হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: শাহাবুদ্দিন।
মেলা আয়োজক কমিটির সভাপতি মাহাবুব আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ ধরনের মেলা বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপনের ক্ষেত্রে আরও সহায়ক ভুমিকা পালন করবে।
উদ্বোধন শেষে মেলার স্টলসমুহ ঘুরে দেখেন প্রধান অতিথিও অন্যরা। এসময় মেলায় অংশ নেয়া স্টল এবং পন্যসামগ্রী ও দাম সম্পর্কে প্রতিষ্ঠান মালিকদের সাথে কথা বলেন প্রধান অতিথী।
গনমাধ্যমের এক প্রশ্নের জবাবে হস্তশিল্প ব্যবসায়ী সমিতিরি সাধারণ সম্পাদক মো: শাহাবুদ্দিন বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে মেলা আয়োজন করতে কিছুটা বিলম্ব হলেও বিদেশী স্টল মালিকরা কোনো রকম জটিলতা ছাড়াই মেলায় অংশ নিতে পেরেছে।
মো: শাহাবুদ্দিন আশা প্রকাশ করে বলেন, সরকারের সার্বিক সহায়তায় মেলা শেষ পর্যন্ত সুন্দরভাবেই সফল হবে।
মেলার আয়োজকরা জানান আগামী ২৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গন। ২০ টাকার বিনিময়ে এ মেলায় ক্রেতা ও দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। ১০ বছরের কমের বাচ্চাদের জন্য প্রবেশ ফ্রী করা হয়েছে। এছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রী প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।