সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
সম্মিলিত শিক্ষা আন্দোলনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শেরপুরে বেদে পল্লী সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত ঝিনাইগাতীতে সাংবাদিকের জমি দখল করে স্থাপনা নির্মাণ; ইউএনও’র নির্দেশ মানছেন না জবরদখলকারি স্বাক্ষর জাল করে অধ্যক্ষের টাকা উত্তোলন ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন প্রথম জাতীয় লেখক উৎসব-২০২৪ অনুষ্ঠিত আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে এনআরবি ইসলামিক লাইফের ফুলেল শুভেচ্ছা বণ্যার্তদের মাঝে এনআরবি ইসলামিক লাইফের ত্রাণ বিতরণ পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে শিল্পমালিক ও ব্যবসায়ীদের জোরালো ভূমিকা পালন করতে হবে : পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের ২য় সংস্করণে পুরস্কৃত করা হলো দেশের ৩৯টি টেকসই বান্ধব উদ্যোগকে

বন্যা: ৯ জেলায় বিদ্যুৎহীন সোয়া ৯ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক / ১০ বার
আপডেট সময় :: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
বন্যা: ৯ জেলায় বিদ্যুৎহীন সোয়া ৯ লাখ মানুষ

ভয়াবহ বন্যার কারণে ফেনীসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৯টি জেলায় ৯ লাখ ২৮ হাজার জন গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন ফেনীর মানুষ।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনীর ১৭টি সাব-স্টেশনের সবগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সেখানকার ৪ লাখ ৪১ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

এছাড়া চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়াও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে নোয়াখালীতে ২ লাখ ১৮ হাজার, কুমিল্লায় ১ লাখ ৫২ হাজার, চট্টগ্রামে ৭৮ হাজার এবং লক্ষ্মীপুরে ১৫ হাজার গ্রাহক বর্তমানে বিদ্যুৎবিহীন।

এদিকে, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিআরইবি) জানিয়েছে, চলমান বন্যায় বিদ্যুতের সাড়ে ৮ কোটি টাকা ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, বন্যায় এখন পর্যন্ত ১১টি জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ৫ জন, কুমিল্লার ৪ জন, নোয়াখালীতে ৩ জন, কক্সবাজারে ৩ জন এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় একজন করে মারা গেছেন।

এছাড়া ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি পরিবার পানিবন্দি হয়ে আছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৬৯ জন। বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছেন ২ লাখ ৮৪ হাজার ৮৮৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!