সোহেল রায়হান,নেছারাবাদ প্রতিনিধি
র্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানী কর্তৃক অভিযান পরিচালনা করে নেছারাবাদ থানাধীন মেসন্ডা সাকিন এলাকা হতে পিরোজপুর জেলার নেছারাবাদ থানার ধর্ষণ পূর্বক ০৩ মাসের অন্তঃসত্বা মামলার এজাহার নামীয় প্রধান এবং একমাত্র ০১ জন আসামী গ্রেফতার করা হয়।
ভিকটিম মোসাঃ শিমা আক্তার(১৯), পিতা-মৃত আলম শেখ, সাং- মেসন্ডা, ০৬ নং ওয়ার্ড, থানা- নেছারাবাদ, জেলা-পিরোজপুর গত ২০২৩ সালে ভিকটিম স্বপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া আসার পথে বিভিন্ন সময় আসামী রমজান (২২), পিতা- মোঃ লোকমান, সাং-শ্রীপতিকাঠী(ওয়ার্ড-০৬), থানা-নেছারাবাদ(স্বরুপকাঠি), জেলা-পিরোজপুর ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয়। ঘটনার দিন ইং-১২/০১/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমানিক ৬.৩০ ঘটিকার সময় ভিকটিমকে বিবাহ করবে মর্মে প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ঘর থেকে ডেকে শ্রীপতিকাঠীস্থ বসত বাড়ীর পার্শ্ববর্তী বাড়ির জনৈক বাবুল হালাদারের ঘরে বিবাহ হবে মর্মে বলিয়া ভিকটিমকে সেখানে নিয়া যায়। পরবর্তীতে ইং ১২/০১/২০২৪ তারিখ রাত্র অনুমান ৯.০০ ঘটিকার সময় ভিকটিমকে জনৈক বাবুল হালাদারের ঘরে মধ্যে অবস্থান কালে আসামী রমজান ভিকটিমের মুখ চেঁপে ধরে বিভিন্ন প্রকারের ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে।