বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের সৌজন্যে নেছারাবাদ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সোহাগদল ইউনিয়নে ১ জুলাই সোমবার সম্পন্ন হলো বৃক্ষরোপণ কর্মসূচি। এতে আম, জাম,নারিকেল, কাঠ বাদাম, নিম, কৃষ্ণচুড়া সহ ফলজ ও বনজ গাছ রোপন করা হয়।
এলাকার বিভিন্ন স্কুল কলেজ সহ সরকারি রাস্তার পাশে গাছ রোপন করা হয়। ০১ জুলাই সোমবার বেলা ১১ টার সময় সরকারি স্বরূপকাঠি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই কলেজের প্রিন্সিপাল- প্রফেসর এ কে এম শামসুর রহমান ও অন্যান্য অধ্যাপক মণ্ডলীর উপস্থিততে এই মহতি উদ্যোগ (বৃক্ষরোপন কর্মসূচি) আয়োজনের সূচনা করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন – সোহাগদল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান রহমান দিপু, বলদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি – রেজাউল কবির রাজীব, নাসির উদ্দীন, রেজওয়ানুল হক রনি,আবু রায়হান সোহেল, শাকিল আহম্মেদ সহ এলাকার অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও এরকম সেচ্ছায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামীতে এলাকায় আরো বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনে সংশ্লিষ্ট নেছারাবাদ উপজেলা আওয়ামী যুবলীগের সকলে।