দৃষ্টিভঙ্গির ইতিবাচকতা যেকোনো পরিবেশকে নিয়ন্ত্রণে এনে দেয় বলে জানিয়েছেন পুষ্পধারা প্রপার্টিজ লি. এর ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)। ৬ জানুয়ারি, সোমবার ল্যান্ড কনসালটেন্ট বাংলাদেশ লি. (এলসিবিএল) আয়োজিত ‘প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, মানুষের সংকীর্ণ মনোভাবই তার আত্ম উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আমাদের প্রত্যেকের চিন্তা-চেতনায়, কাজ-কর্মে, ভাব-ভঙ্গিতে দৃষ্টির প্রতিফলন ঘটে। সঠিক দৃষ্টিভঙ্গি আমাদেরকে ইতিবাচক ভাবনার অধিকারী করে তোলে। আর দৃষ্টিভঙ্গি নেতিবাচক হলে আমরা পদে পদে বাধার সম্মুখীন হই। তাই আমাদের মানসিক চেতনার উৎকর্ষ সাধনের জন্য নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো আবশ্যক।
তিনি আরও বলেন, মনে রাখবেন, পরিবেশ যেন আপনার স্বপক্ষে কাজ করে, বিপক্ষে নয়। দৃষ্টিভঙ্গির ইতিবাচকতা এই পরিবেশকে নিয়ন্ত্রণে এনে দেয়। নিরাশাবাদী মানুষগুলো মূলত এ কারণেই ব্যর্থ হয়।
রাজধানীর মালিবাগস্থ শাহ জালাল টাওয়ারে এলসিবিএল এর কার্যালয়ের সভা কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। ৬-৯ জানুয়ারি পর্যন্ত ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে ট্রেনিং এন্ড রিসার্চ ফর ডেভেলপমেন্ট (টিআরডি) এর তত্ত্বাবধানে।
এলসিবিএল ম্যানেজার হারুন অর রশিদের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন পুষ্পধারার এক্সিকিউটিভ ডিরেক্টর আলী রেজা, এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ আসাদ-উজ-জামান শাহীন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাওলানা জহুরুল হক চাঁন, মুন্সীগঞ্জ শ্রীনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুজিবুর রহমানসহ এলসিবিএল এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।