দীর্ঘ ৪৩ বছর থেকে সাংবাদিকদের অধিকার আদায়ের সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনুবাদক প্রথিতযশা সাংবাদিক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর শনিবার বিকেল ৩টায় শেরপুর জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক দৃশ্যপট পত্রিকার অফিস ঢাকলহাটীস্থ জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা কমিটির আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের শুরুতে মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
শেরপুর প্রেসক্লাব সদস্য ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ এর সঞ্চালনায় ও আলোকিত বাংলাদেশ এর শেরপুর জেলা প্রতিনিধি মোঃছামিউল আলম সোহান এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় অতপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, মো. জামাল হোসেন, যুগ্ম-মহাসচিব মো. আব্দুল মজিদ, মো. কাজী মাহমুদুল হাসান, শেরপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জিএইচ হান্নান।
এসময় বক্তারা প্রবীণ বর্ষীয়ান সাংবাদিক নেতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের জীবনী নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। দোয়া শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিলে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম-মহাসচিব মো. কাজী মাহমুদুল হাসান, সহকারি মহাসচিব মো. আতিকুর রহমান আজাদ, মো. হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব মো. রাসেল সরকার, অর্থ সচিব মো. আবেদ আলীসহ শেরপুর জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যে, প্রবীণ বর্ষীয়ান সাংবাদিক নেতা মুহাম্মদ আলতাফ হোসেন হাজারো সাংবাদিকদের নেতা তৈরি করেছেন। বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি রয়েছে। তিনি ১৯৭০ সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে বিগত ৫৪ বছরে দৈনিক আজাদ, দৈনিক গণকণ্ঠ, দৈনিক জনতা, দৈনিক সমাজ, দৈনিক ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৭০ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বেতারের বাংলা সংবাদ বিভাগে কাজ করেন। এছাড়া বেতারে বিভিন্ন কথিকা ও সংবাদ পর্যালোচনা লিখেছেন দীর্ঘদিন। তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ছিলেন। তিনি নজরুল একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তার উদ্যোগেই ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি দেশের সর্বস্তরের সাংবাদিকদের একক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে। বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে তার বহু প্রবন্ধ, গল্প, কবিতা ও নিবন্ধন প্রকাশিত হয়েছে। তিনি দেশের অন্যতম আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে পরিচিত। ১৯৭৩ সাল থেকে তিনি আন্তর্জাতিক বিষয়ে নিয়মিত পর্যালোচনামূলক লেখা লিখে আসছেন এবং একজন সাংবাদিকদের সফল অভিভাবক ছিলেন তিনি।