বুধবার (২৩ অক্টোবর) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১ নং বলদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডর আয়োজনে এবং উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সমর্থনে অনুষ্ঠিত হলো দোয়া ও আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সিনিয়র যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি – নাছির উদ্দীন তালুকদার। যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি – মোঃ কাজী তৌহিদুল ইসলাম। যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি – আজহারুল ইসলাম টুটুল। যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি – মোঃ মাহমুদুল হাসান বাবু। যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি – মোঃ সোহেল রানা মৃধা। আহবায়ক, বলদিয়া ইউনিয়ন বিএনপি- মাস্টার মোঃ এনামুল হক রতন। সদস্য সচিব, বলদিয়া ইউনিয়ন বিএনপি- মোঃ আল আমিন। ভারপ্রাপ্ত আহবায়ক, নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দল – মোঃ তপু রায়হান। আহবায়ক, নেছারাবাদ উপজেলা ছাত্রদল – মোঃ ইমরান হোসেন সজীব, স্বরুপকাঠি প্রেসক্লাব সভাপতি – মোঃ গোলাম মোস্তফা।
সভার সভাপতিত্ব করেন- বীর মুক্তিযোদ্ধা, কমান্ডার আব্দুল খালেক তালুকদার। সঞ্চালনায় ছিলেন – যুগ্ম আহবায়ক, বলদিয়া ইউনিয়ন বিএনপি- মোঃ আব্দুস সালাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির (ওয়াহিদুজ্জামান ওয়াহিদ সমর্থিত) অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুজ্জামান ওয়াহিদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সকলে মহান রাব্বুল আলামিনের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের জন্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে দেশের স্বার্থে দেশের মেহনতী মানুষের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে একাগ্রচিত্তে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন। এ ব্যাপারে যতো সহযোগিতা প্রয়োজন আমি এবং আমার প্রানের দল (বিএনপি) সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গিকার করছি। বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে যেভাবে আপনারা আমাকে ভালবাসা এবং বিপুল ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান হিসেবে জয়ী করেছেন এবং আপনাদের সেবা করা, এলাকার উন্নয়ন করা সহ ভাল মন্দে আমাকে পাশে পেয়েছেন, আমি ওয়াদা করছি – আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এলাকাবাসী আমাকে যদি অনুমতি দেন এবং ভালবাসা ও ভোটের মাধ্যমে জয়যুক্ত করেন তাহলে আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আপনাদের ও এলাকার সকল উন্নয়নে পাশে থেকে দেশটাকে নতুনভাবে ভাল কিছু উপহার দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করছি, দল থেকে আমি যদি নমিনেশন পাই এবং আপনারা আমাকে যদি নির্বাচিত করেন তাহলে সর্বপ্রথম আপনাদের এই বলদিয়া ইউনিয়ন থেকেই প্রথম কাজটি শুরু করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, নেছারাবাদ উপজেলা বিএনপির রুপকার, দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, বিএনপি সমর্থিত সকলের আস্থাভাজন, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর – ২ (নেছারাবাদ, কাউখালি, ভান্ডারিয়া) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী ও দোয়া প্রার্থী।