আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর প্রথম শাহাদাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ জাতীয় মুফাস্সির পরিষদ। আজ বিকেলে পল্টনের আজাদ সেন্টারে বাংলাদেশ জাতীয় মুফাস্সির পরিষদের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী। প্রধান আলোচক ছিলেন ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব ড. এমরানুল হক, অর্থ সম্পাদক মাওলানা ইদরিস আলী, মাওলানা ক্বারী সারোয়ার হোসেন, মাওলানা রেদওয়ান উল্লাহ রাইয়ান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মোসলেম উদ্দীন মেসবাহ, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, এ্যাডভোকেট নুরুল্লাহ, কামাল আহমেদ, অধ্যাপক রবিউল ইসলাম, নূর মোহাম্মদ সিরাজী সহ আরো অনেকে।
আলোচকবৃন্দ বলেন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহ.) ছিলেন এক অনন্য মানুষ, অনুপম ব্যক্তিত্ব। দ্বীনের সমঝ ও যথোপযুক্ত উপস্থাপনে তিনি ছিলেন অনন্য। আদর্শের প্রতি কমিটমেন্টে তিনি ছিলেন প্রথম কাতারের সেনাপতি। সাহস, ত্যাগ, কুরবানি, রুচিশীলতায় তিনি অগ্রগামীদের অন্যতম। এককথায় বাংলার জমিনে তিনি ছিলেন একজন আদর্শ দাঈ ইলাল্লাহ। এছাড়াও তিনি ছিলেন সুদক্ষ রাজনীতিবিদ, প্রাগ্রসর সংগঠক ও জননন্দিত জননেতা। হযরত আমাদের জন্য অপরিসীম অবদান রেখে গেছেন তাই আল্লামা সাঈদীর জীবন, কর্ম ও আদর্শের বার্তা আমরা ছড়িয়ে দেবো সবুজ বাংলাদেশে। ইনশাআল্লাহ।
মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর পরিচালনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।