জাতীয় ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি ও প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মাওঃ নুরুল আমীন, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেরপুরের পরিচিত মুখ মাওঃ নজরুল ইসলাম, এছাড়া কমিটির সহ সভাপতি হিসাবে রয়েছেন মাওঃ মোঃ ছাইফুদ্দিন,অধ্যক্ষ মাওঃ জামাল উদ্দিন( চেয়ারম্যান), মাওঃ আব্দুস ছাত্তার আজিজী, যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন হাঃ মাওঃ জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসাবে মাওঃ রফিকুল ইসলাম ( জঙ্গলদী),অর্থ সম্পাদক হিসাবে রয়েছেন মুফতী আমিনুল ইসলাম, সদস্য পদে রয়েছেন মাওঃ আঃ আজিজ ( সাপমারী),আলহাজ্ব মাওঃ শামীম,হাঃ হামিদুল্লাহ,মাও ছফিরুদ্দীন (ঝিনাইগাতী), মাওঃ আব্দুল কাদির জিলানী ( ঝিনাইগাতী),মাওঃ মারুফ হাসান ( নকলা),মাওঃ জাকারিয়া ( সদর),মাওঃ হযরত আলী ( শ্রীবরদী),
১৫ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি শেরপুর সদর ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু মহোদয়ের সুপারিশক্রমে শেরপুর ইসলামিক ফাউণ্ডেশন এর সুযোগ্য উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম মহোদয় অনুমোদন করেন।
এছাড়া আগে থেকেই বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি হিসাবে মাওঃ নুরুল আমীন ও সাধারণ সম্পাদক হিসাবে মাওঃ নজরুল ইসলাম দায়িত্বে রয়েছেন,
এছাড়া মাওলানা মোঃ ছাইফুূ্দ্দীন কে সভাপতি, ও মাওঃ মারুফুর রহমানকে সাধারণ সম্পাদক, ও মাওঃ আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট জাতীয় ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি শেরপুর সদর উপজেলা শাখা কমিটি মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু মহোদয়ের সুপারিশ ক্রমে অনুমোদন করেন ইসলামিক ফাউণ্ডেশন এর সুযোগ্য উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম।